রেড ওয়াইন থেকে টপ নচ ফ্যাশন, আরবানার পুলসাইডে রচনার নিউ ইয়ার পার্টি
- FB
- TW
- Linkdin
নাইটক্লাবে পার্টি অথবা বাড়ির ছাদে হই হুল্লোড়, এইভাবেই চলেছে সকলের নিউ ইয়ার ইভ উদযাপন।
রচনা বন্দ্যোপাধ্যায়ের নিউ ইয়ার ইভের পার্টি নজর কাড়ল নেটবাসীর। আরবানায় উদ্দাম পার্টিতে মজেছিলেন অভিনেত্রী।
'দিদি নং ১'র সেট থেকে বেরতেই সে এক অন্য রচনার দেখা পাওয়া গেল থার্টি ফার্স্টের পার্টিতে।
লম্বা ট্রেঞ্চ ড্রেসেই নিজেকে সাজিয়ে তুলেছিলেন রচনা। টার্টেল নেক কালো টপ দিয়ে ট্যুইন করেছিলেন সেই ট্রেঞ্চ ড্রেস।
সঙ্গে পরেছিলেন লম্বা দুল। মিডি বুটস উঁকি মারছে তাঁর ট্রেঞ্চ ড্রেসে। সাজগোজে হলিউডি টাচ রেখেছিলেন রচনা।
মেকআপও ছিল একেবারে নাইটপার্টির মতই। স্মোকি আইজ এবং ডার্ক লিপসই ছিল সাজের ইউএসপি।
নিজের ঘনিষ্ঠমহলের সঙ্গেই নিউ ইয়ার পার্টিতে উপস্থিত ছিলেন রচনা। সেখানকার সেট আপ দেখে চোখ কপালে উঠেছে ভক্তদের।
পশ পুলসাইড, ২০২১ লেখা প্রকান্ড ব্যাকড্রপ। হাতে ওয়াইন নিয়ে কোমর দুলিয়ে, সেলফি তুলেই কাটল রচনার থার্টি ফার্স্ট নাইট।