- Home
- Entertainment
- Bengali Cinema
- আলতো আলিঙ্গনে সৃজিত-মিথিলার পুজোর প্রেম, 'ট্যুইনিং'-এ উঠে এল সেরার সেরা জুটির নাম
আলতো আলিঙ্গনে সৃজিত-মিথিলার পুজোর প্রেম, 'ট্যুইনিং'-এ উঠে এল সেরার সেরা জুটির নাম
- FB
- TW
- Linkdin
এই দুই মিথিলার পরিবারের পোষ্য নয়, তার থেকেও হয়তো বেশি বড় জায়গা পেয়ে মানুষ হবে। পুজোয় ভক্তেদর এই উপহারটি দিয়ে চমক দেন মিথিলা।
প্রসঙ্গত, মিথিলার ছবিতেই সাধারণত মুগ্ধ হয় এপার বাংলা থেকে ওপার বাংলা। তাঁর স্নিগ্ধতায় মিশে যায় কবিতার ছন্দ।
বিনা মেকআপেই সৌন্দর্যের ভিন্ন রূপ তুলে ধরার ক্ষমতা রাখেন এই বাংলাদেশি সুন্দরী।
পুজোর মধ্যে স্ত্রীর সঙ্গে দিব্যি করে বেড়াচ্ছেন ট্যুইনিং। মিথিলার মতই সাদা পাঞ্জাবীতে পুজোয় সেজে উঠেছেন পরিচালক।
মিথিলার লাবণ্যে যেমন মন জুড়িয়ে যায় নেটিজেনের তেমনই সৃজিতের ম্যানলি লুক নজর কাড়ছে সকলের।
তাঁরা যে এখন পুজোর সেরার সেরা জুটির মধ্যে একজন তা নিয়ে কোনও সন্দেহই আর নেই।
বাদ দেওয়া চলে না আয়রাকেও। মা-বাবার সাজের সঙ্গে মানিয়ে বেগুনি রঙের পোশাকে দেখা গিয়েছে তাকে।
মায়ের সাদা শাড়ির মাঝে তাঁর বেগুনি যেন বড়ই সুন্দর। এ যেন একেবারে পারফেক্ট ফ্যামিলি ফ্রেম।
ইতিমধ্যে মিথিলার লাল স্লিভলেস ব্লাউজ, হালকা গয়না, লেস মেকআপই হয়ে উঠেছে নতুন প্রজন্মের মেয়েদের আদর্শ স্টাইল স্টেটমেন্ট।