- Home
- Entertainment
- Bengali Cinema
- মিথিলার উন্মুক্ত পিঠেই নজর কাড়ল নেটিজেনদের, এ কী ছবি পোস্ট করলেন সৃজিতপত্নী
মিথিলার উন্মুক্ত পিঠেই নজর কাড়ল নেটিজেনদের, এ কী ছবি পোস্ট করলেন সৃজিতপত্নী
- FB
- TW
- Linkdin
সেখানেই নতুনত্য নিয়ে হাজির মিথিলা। যত দিন যাচ্ছে ততই ইন্টারনেটে ক্রাসের তকমা পাচ্ছেন তিনি।
এবারেও তাঁর রূপে মুগ্ধ হল সাইবারবাসী। মনোক্রমের সঙ্গে মডার্ন ড্রেসিংয়ে সকলের রাতের ঘুম ওড়ালেন মিথিলা।
উন্মুক্ত পিঠেই ধরা দিলেন ক্যামেরার সামনে। ফের নিমেষে ভাইরাল হয়ে উঠলেন বাংলাদেশি সুন্দরী।
সাদা কালো ছবিতে রেট্রোর ছোঁয়া। সঙ্গে মিথিলার রহস্যময়ী, মায়া মাখানো চোখ যেন খুঁজে বেড়াচ্ছে হারিয়ে যাওয়া জিনিস।
বোল্ড ছবিটি পোস্ট করে মিথিলা ফিরে গিয়েছেন জীবনানন্দ দাশের সাহিত্যে। ক্যাপশনে লেখা, "নে পড়ে কবেকার পাড়াগাঁর অরুণিমা সান্যালের মুখ।"
"উড়ুক উড়ুক তা’রা পউষের জ্যোৎস্নায় নীরবে উড়ুক কল্পনার হাঁস সব। পৃথিবীর সব ধ্বনি সব রং মুছে গেলে পর উড়ুক উড়ুক তা’রা হৃদয়ের শব্দহীন জ্যোৎস্নার ভিতর।"
মিথিলার এই গভীর চিন্তাভাবনাতেই ভক্তমহলের তাঁর প্রতি উৎসাহ ক্রমশ বাড়তে থাকে। খুব কম সময়ই মিথিলা এপার বাংলায় রীতিমত জনপ্রিয় হয়ে উঠেছেন।
গ্ল্যামারাস কোনও মেকআপ ও পোশাক ছাড়াই মিথিলা যেন সর্বদা সুন্দর। আর তাতেই চোখ কপালে ওঠে নেটবাসীর। মিথিলার নানা ছবিতে অদ্ভুত এক শিথিলতা খুঁজে পায় ভক্তরা।