আয়রাকে সর্বদা চোখে হারান মিথিলার Ex-Husband তাহসান, বাবা-মেয়ের মুহূর্ত ভাইরাল নেটদুনিয়ায়
First Published Dec 14, 2020, 1:28 PM IST
টলিউডের প্রথম সারির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং বাংলাদেশি সুন্দরী রফিয়ত রাশিদ মিথিলা বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন ২০১৯-এ। সৃজিত, মিথিলা, ও মিথিলার মেয়ে আয়রা, এখন তাঁদের সুখি গৃহকোণ। সৃজিত, আয়রাকে নিজের মেয়ের মতই কাছে টেনে নিয়ে পিতৃত্ব নয়া সুখ নিচ্ছেন সৃজিত। অন্যদিকে আয়রাকে নিত্যদিন কাছে পাওয়ার জন্য ব্যকুল তার বাবা তাহসান খান। মিথিলার প্রাক্তন স্বামী বাংলাদেশি গায়ক তথা অভিনেতা তাহসান রহমান খান।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন