- Home
- Entertainment
- Bengali Cinema
- ঋতুপর্ণ ঘোষ থাকলে সবটা অন্যরকমের হত, আজও আক্ষেপ রয়ে গিয়েছে রাইমার মনে
ঋতুপর্ণ ঘোষ থাকলে সবটা অন্যরকমের হত, আজও আক্ষেপ রয়ে গিয়েছে রাইমার মনে
সাবেকি লুকে ঠিক যেন সুচিত্রা সেন। তিনিই আবার হাল ফ্যশনের স্টাইল স্টেটমেন্ট বাতালেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একরাশ ছবি শেয়ার করে। কখনও স্নিগ্ধ কখনও হট লুকে ধরা দেওয়া রাইমা সেন-ই এখন ট্রেন্ড সোশ্যাল মিডিয়ায়। অথচ এত গুণ নিয়েও কদর পেলেন না রাইমা, আজও ক্ষোভ মনের কোণে।
| Published : May 30 2021, 02:08 PM IST
- FB
- TW
- Linkdin
)
ছবি পছন্দের বিষয় বরাবরই রাইমা একটু খুঁতখুঁতে। গল্পের বুনোটে যদি সংবেদনশীলতা না থাকে তবে তা খুব একটা মনে ধরেনা রাইমার।
)
বর্তমানে বাংলার টলি ইন্ডাস্ট্রিতে এলিজেবল ব্যাচেলরদের মধ্যে তিনি অন্যতম। কবে তিনি বিয়ে করছেন তার কোনও ইঙ্গিতও মেলেনি এখনও।
)
তার মুখের আদলে আজ অনেকে ফিরে পান সুচিত্রা সেনের হাসি। পর্দা এক পরিণত অভিনেত্রীর দাপট প্রকাশ পায় রাইমার দক্ষতা।
)
সুচিত্রা সেন-এর লুকে এই ছবিতেই নজর কেড়েছিলেন রাইমা সেন। তাঁর মুখের আদল থেকে শুরু করে স্টাইল, ষাটের দশকের কথাই মনে করিয়ে দিল এই ছবি।
)
মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে অনেকেই তার তুলনা টেনেছেন।শুধু টলিউড নয়, বলিউডেও সমান ভাবে অভিনয়ের ছাপ রেখেছেন রাইমা সেন।
)
কারোর সঙ্গে সম্পর্কে আছেন কিনা, তা জানা যায়নি এখনও। রহস্য জিইয়ে রেখে একের পর এক সাহসী ফোটোশ্যুটে নজর কাড়ছেন এই বাঙালি ক্যুইন।
)
এত রূপ গুণ নিয়েও কোথাও যেন নিজেকে সেই স্থানে পৌঁছে দিতে পারলেন না রাইমা।
)
এই আক্ষেপই আজও তাঁকে তারিয়ে নিয়ে বেড়ায়। ঋতুপর্ণ ঘোষের চবে যাওয়াটাই তাঁর জীবনের বর ক্ষতি।
)
এক সাক্ষাৎকারে মুখ খুলে বলেছিলেন রাইমা, আজ ঋতুপর্ণ ঘোষ থাকলে তিনি অন্য জায়গায় থাকতেন।
)
স্টার কিড, রূপ, গুণ থাকার সত্তেও আজও রাইমার মনে আক্ষেপ রয়েই গিয়েছে। সিনে জগতে পাননি যোগ্য সন্মান।