শার্ট-প্যান্ট, চুলে স্পাইকস, বড়দিনে রাজ-শুভশ্রীর ইউভান যেন Handsome বেবি
First Published Dec 25, 2020, 2:21 PM IST
শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তীর জীবনে এখন উৎসবে ভরা। বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা পরিবার। ছেলে ইউভানের প্রথম ক্রিসমাস। সেই নিয়ে ব্যস্ত মা বাবা। কীভাবে বিশেষভাবে পালন করা যায় এই দিনটি। ক্রিসমাস ইভের আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল রাজ শুভশ্রীর প্রস্তুতি। করোনা আবহকে পিছনে ফেলেই শহরবাসীর ক্রিসমাস পালন। একে অপরকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছে সকলে। তার মাঝেই নেটিজেনদের নজর সেলেবদের ক্রিসমাস উদযাপনে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন