- Home
- Entertainment
- Bengali Cinema
- 'ডার্লিং, অনেক ভালবাসা নিও', শুভশ্রী নয়, তবে কাকে এই নামে সম্বোধন করলেন রাজ
'ডার্লিং, অনেক ভালবাসা নিও', শুভশ্রী নয়, তবে কাকে এই নামে সম্বোধন করলেন রাজ
রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় টলিউডের সেই অন্যতম জনপ্রিয় জুটির মধ্যে একটি। তাঁদের অটুট সম্পর্কের ঝলক দেখলেই অনুপ্রাণিত হয় সকল ভক্তরা। পরিচালক-অভিনেত্রীর জুটি রিল এবং রিয়েল দু'টি জায়গাতেই অসাধারণ। তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট জুড়ে কাপল গোলসের ছড়াছড়ি। সম্প্রতি ডটিং পেরেন্ট হিসেবেও সংবাদ শিরোনামে উঠে এসএছেন তাঁরা। ইউভানের ছবি ভিডিওতেই ভরে যায় তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট।
| Published : Jan 25 2021, 10:43 AM IST
- FB
- TW
- Linkdin
তবে এবার আর ইউভানকে নিয়ে পোস্ট নয়। 'ডার্লিং'কে নিয়ে ছবি পোস্ট করলেন রাজ চক্রবর্তী।
কে এই ডার্লিং। একজন মহিলার ছবি পোস্ট করে তাঁকে ডার্লিং বলে সম্বোধন করেছেন। জন্মদিনের শুভেচ্ছা জানাতেই এই পোস্ট।
শালিনী শিকদার হল এই মহিলার আসল পরিচয়। যিনি রাজের খুব কাছের একজন বান্ধবী।
শুভশ্রীরও বান্ধবী ইনি। রাজ এবং শুভশ্রীর বিভিন্ন পার্টি, অনুষ্ঠানের পোস্টেই শালিনীকে দেখা যায়।
রাজ ও শুভশ্রীর কোর গ্রুপের মধ্যে একজন হলেন শালিনী। শালিনীর সঙ্গে রাজ এবং শুভশ্রীর বন্ধুত্বও বেশ গভীর।
তাকে ভালবেসে ডার্লিং বলে সম্বোধন করেন রাজ। হলুদ ড্রেস পরা শালিনীর হট ছবি শেয়ার করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাজ।
তার কিছু ক্যানডিড মুহূর্তও নিজের পোস্টে তুলে ধরেছেন পরিচালক। যেখানে রেস্তোরাঁয় বসে নিজের চিন্তায় মগ্ন শালিনী।
রাজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্মের চেয়ে কোনও অংশে কম নয়। সম্প্রতি ইউভানের প্রথম ছুটি কাটানোর ছবিও শেয়ার করেছিলেন রাজ।