অফশোল্ডারে উষ্ণ আবেদন, ঋতাভরীর নয়া ছবিতে চোখের ইশারাই বাজিমাত
- FB
- TW
- Linkdin
বাংলা ধারাবাহিকের অতি পরিচিত মুখ ললিতা। ওগো বধু সুন্দরী ধারাবাহিকে এক নতুন অভিনেত্রীর সঙ্গে পরিচয় ঘটেছিল দর্শকদের।
এরপর থেকে একে একে ছন্দে ফেরে ঋতাভরী চক্রবর্তীর কেরিয়ার। হাতে আসে টলিউডে ছবির প্রস্তাব। সেখান থেকে ডাক সোজা বলিউডে।
ন্যাকেড শর্ট ফিল্মে কল্কির সঙ্গে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন তিনি। সেই প্রথম বলিউডের সঙ্গে পরিচিতি ঘটে ঋতাভরীর।
এরপর এক বিজ্ঞাপনের দৌতলে কাজ করার সুযোগ হয় অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কইফের সঙ্গে। সেখানেই থেকে থাকা নয়, একটি গানে আয়ুষ্মান খুরানার বীপরিতেও কাজ করেছেন ঋতাভরী।
বাংলা চলচ্চিত্র জগতে তখন দুই দুটি ছবির প্রস্তাব হাতে। জিৎ-এর সঙ্গে শেষ থেকে শুরু, ও উইন্ডোজ প্রযোজনার সঙ্গে ব্রহ্মা জানে গোপন কম্ম।
এরপর থেকে একে একে ছন্দে ফেরে ঋতাভরী চক্রবর্তীর কেরিয়ার। হাতে আসে টলিউডে ছবির প্রস্তাব। সেখান থেকে ডাক সোজা বলিউডে।
ঋতাভরী এক কথায় বলতে গেলে সোশ্যাল মিডিয়ার পাতায় সুপারস্টার। তাঁর হট পোজ থেকে শুরু করে স্টানিং লুক। কখনও সাদা কালো ফ্রেম হোক কিংবা রঙিন, ঋতাভরীর সোশ্যাল মিডিয়ার পেজ যেন তাঁর পোর্ট ফোলিয়োর পাতা। মুহূর্তে নজর কাড়ে ভক্তদের।
অফশোল্ডারে উষ্ণ আবেদন, ঋতাভরীর নয়া ছবিতে চোখের ইশারাই বাজিমাত
ঋতাভরী চক্রবর্তী বর্তমানে বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত। সদ্য পুজোর সময় মুক্তি পেয়েছে তিনটি ছবি।
সোশ্যাল মিডিয়াতেও তিনি সর্বদাই হটনেসের জন্য থাকেন চর্চায়। ঝড়ের বেগে ভাইরাল হওয়া এই সেলেব এখন সিনে স্টার।