আবহাওয়া অনুযায়ী পারদ চড়াচ্ছেন সায়ন্তনী, রইল তাঁর হটনেসের সাতকাহন
| Published : Sep 07 2020, 08:24 PM IST / Updated: Sep 07 2020, 08:37 PM IST
আবহাওয়া অনুযায়ী পারদ চড়াচ্ছেন সায়ন্তনী, রইল তাঁর হটনেসের সাতকাহন
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
ভক্তদের কথায়, ওয়েস্টার্ন পোশাকে তাঁকে বেশি মানায়। তা অবশ্য অস্বীকার করার কোনও জায়গা নেই।
28
বাড়িতেও যে কীভাবে সাধারণ পোশাকেই প্রফেশনাল ফোটোশ্যুট করা যায় তা শেখা যেতে পারে সায়ন্তনীর থেকে।
38
গ্ল্যামারের বিষয় তিনি এতটাই এগিয়ে যে মেকআপ ছাড়াও তাঁর ছবিতে থাকে সৌন্দর্যের সাতকাহন।
48
গ্ল্যামারের বিষয় তিনি এতটাই এগিয়ে যে মেকআপ ছাড়াও তাঁর ছবিতে থাকে সৌন্দর্যের সাতকাহন।
58
পোশাকের বিষয়ও সায়ন্তনী বেশ চুজি। কালো শর্ট ড্রেসের সঙ্গে কালো বুটসে মানানসই পোজ অভিনেত্রীর।
68
অন্যদিকে স্যুইওয়্যারের মেকআপও একদম পারফেক্ট। হালকা মেকআপই স্যুইমিং পুলে নেমেছেন তিনি।
78
এছাড়াও নেটের মোনোকিনিতে আগুন ধরিয়েছেন পুলে। পোশাকের সঙ্গে ম্যাচিং শেডসও রয়েছে সায়ন্তনীর চোখে।
88
এছাড়াও পিঙ্ক পোশাকেও নিজের হটনেসে চড়িয়েছেন উষ্ণতার পারদ। যে ছবি দেখলে ঘাম ঝড়বে যেকোনও পুরুষের।