- Home
- Entertainment
- Bengali Cinema
- সায়ন্তিকার বাবাকে তাঁর প্রেমিক ভেবে ভুল করল ভক্ত, জবাব দিলেন অভিনেত্রী
সায়ন্তিকার বাবাকে তাঁর প্রেমিক ভেবে ভুল করল ভক্ত, জবাব দিলেন অভিনেত্রী
- FB
- TW
- Linkdin
সায়ন্তিকা প্রায়সই তাঁর বাবার সঙ্গে ওয়ার্ক আউট করেন। তাঁর বাবাও পেশায় একজন ফিটনেস ট্রেনার।
সল্ট লেকের একটি ফিটনেস ট্রেনিং সেন্টারে তিনি বহু মানুষদের ফিটনেসের ক্লাস করান।
সায়ন্তিকার সঙ্গে তাঁর ছবি দেখলে যে কারও পক্ষে ধরা মুশকিল যে তাঁর আসল বয়স কত।
তিনি সায়ন্তিকার সঙ্গে যে সকল ছবিতে আছে সেখানে সব জায়গায়তেই তাঁর বাবাকে সায়ন্তিকার বন্ধু কিংবা খুব বেশি হলে ভাই বলেই মনে হচ্ছে।
কারও পক্ষেই এটা বলা সম্ভব নয় যে তিনি সায়ন্তিকার বাবা। সায়ন্তিকা যখন প্রথমবার নিজের বাবার সঙ্গে ছবি আপলোড করেন, চোখ কপালে ওঠে সকলের।
সোশ্যাল মিডিয়ায় সায়ন্তিকার বহু ভক্তরাই জানত না যে সায়ন্তিকার বাবা এই পরিমাণে হ্যান্ডসাম।
কেবল হ্যান্ডসামও না, যথেষ্ট ইয়ং লাগে তাঁকে দেখলে। যার কারণে এক নেটিজেন সম্প্রতি এক ছবিতে প্রেমিকের মন্তব্য করে বসে
সায়ন্তিকার সঙ্গে তাঁর বাবা একই ধরণে ক্যামাফল্জ প্রিন্টেড টিশার্ট পরে ছবি তোলেন। সেই ছবি আপলোড করেন অভিনেত্রী।
তাতেই সেই নেটিজেন প্রশ্ন করে বসে, ইনি কী আপনার বয়ফ্রেন্ড। তারপরই সায়ন্তিকা-ভক্তরা তারক উপর এক রকম আক্রমণ শউরু করে।
'সঠিক তথ্য না নিয়ে মন্তব্য করেন কীকরে', 'এভাবে সায়ন্তিকার বাবাকে তাঁর প্রেমিক বলছেন আপনি'।
সায়ন্তিকা অবশ্য এই মন্তব্যে একেবারেই রেগে যাননি। বরং মজাই পেয়েছেন তিনি।
তিনি এই মন্তব্যের জবাব পর্যন্ত দিয়ে বলেছেন। এমনই প্রেমিক খুঁজছেন বহুদিন ধরে।