Christmas Tree সাজাতে ব্যস্ত বাবা-মেয়ে, আয়রাকে কোলে নিয়ে হেল্পিং হ্যান্ড সৃজিত

First Published Dec 23, 2020, 2:19 PM IST

সৃজিত মুখোপাধ্যায় পরিচালক হিসেবে কতখানি প্রতিভা রাখেন তা সকল বিনোদনপ্রেমীরাই জানে। তাঁর ছবির প্রতি একাধিক দর্শকের এক অদ্ভুত টান রয়েছে। খুব কম সময়ই নিজেকে কমার্শিয়াল ছবির মধ্যে নিজের ভিন্ন ধারার ছবি এনে রেখেছিলেন সৃজিত। খানিক রিস্কের সহিতই নামতে হয়েছিল তাঁকে ময়দানে। বেঙ্গালুরুর কর্পোরেট চাকরি ছেড়ে কলকাতায় এসে ফিল্ম মেকিং একেবারেই খারাপ সিদ্ধান্ত যে ছিল না, তা এখন স্পষ্ট। 

<p>পরিচালকের ভূমিকায় তিনি যে দক্ষ তা তো সকলের কাছে পরিষ্কার। এবার তাঁর বাবার ভূমিকাও নতুন করে পেল প্রকাশ।</p>

<p>&nbsp;</p>

পরিচালকের ভূমিকায় তিনি যে দক্ষ তা তো সকলের কাছে পরিষ্কার। এবার তাঁর বাবার ভূমিকাও নতুন করে পেল প্রকাশ।

 

<p>আয়রার সঙ্গে প্রতিটি মুহূর্তই যেন নিখাদ ভালবাসার। মেয়ের সমস্ত ইচ্ছে আকাঙ্খার খেয়াল রাখেন সৃজিত।&nbsp;</p>

আয়রার সঙ্গে প্রতিটি মুহূর্তই যেন নিখাদ ভালবাসার। মেয়ের সমস্ত ইচ্ছে আকাঙ্খার খেয়াল রাখেন সৃজিত। 

<p>কোনও উচ্চাকাঙ্খা নয়, আর পাঁচটা বাচ্চার মতই ছোট খাটো উৎসবে মেতে ঠার স্বপ্ন দেখে আয়রা।&nbsp;</p>

কোনও উচ্চাকাঙ্খা নয়, আর পাঁচটা বাচ্চার মতই ছোট খাটো উৎসবে মেতে ঠার স্বপ্ন দেখে আয়রা। 

<p>মেয়ের ইচ্ছে মানে বাবার কাছে হুকুম। নিমেষের মধ্যে সেই কাজ করে দেখান বাবা সৃজিত।&nbsp;</p>

মেয়ের ইচ্ছে মানে বাবার কাছে হুকুম। নিমেষের মধ্যে সেই কাজ করে দেখান বাবা সৃজিত। 

<p>ক্রিসমাস ট্রি সাজানোর ইচ্ছে কোন বাচ্চারই না থাকে। আয়রারও ছিল। তাই সাজাতে আয়রার হেল্পিং হ্যান্ড ছিলেন সৃজিত।&nbsp;</p>

ক্রিসমাস ট্রি সাজানোর ইচ্ছে কোন বাচ্চারই না থাকে। আয়রারও ছিল। তাই সাজাতে আয়রার হেল্পিং হ্যান্ড ছিলেন সৃজিত। 

<p>মিথিলা, সৃজিত, আয়রার অন্দরমহলে ঢুকতেই প্রকাশ্যে এল সেই ছবি। আয়রাকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে সৃজিত।&nbsp;</p>

মিথিলা, সৃজিত, আয়রার অন্দরমহলে ঢুকতেই প্রকাশ্যে এল সেই ছবি। আয়রাকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে সৃজিত। 

<p>বাবার সাহায্য আলো, ক্রিসমাস বাল্ব, তারা, গিফ্ট বক্স সব দিয়ে সাজিয়ে তোলা হয়েছে সেই প্রকান্ড ক্রিসমাস ট্রি।&nbsp;</p>

বাবার সাহায্য আলো, ক্রিসমাস বাল্ব, তারা, গিফ্ট বক্স সব দিয়ে সাজিয়ে তোলা হয়েছে সেই প্রকান্ড ক্রিসমাস ট্রি। 

<p>অতো লম্বা ক্রিসমাস ট্রিয়ে আয়রার হাত না পৌঁছতেই সাহায্য করে দিলেন সৃজিত। যা এখন নেটদুনিয়ার সবচেয়ে প্রিয় ছবি। &nbsp;</p>

অতো লম্বা ক্রিসমাস ট্রিয়ে আয়রার হাত না পৌঁছতেই সাহায্য করে দিলেন সৃজিত। যা এখন নেটদুনিয়ার সবচেয়ে প্রিয় ছবি।  

Today's Poll

একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন