- Home
- Entertainment
- Bengali Cinema
- অবশেষে হাতে হাত রেখে রাজ-শুভশ্রী, ইউভানকে নিয়ে ব্যস্ততার মাঝেও সেলেব দম্পতির রোম্যান্স
অবশেষে হাতে হাত রেখে রাজ-শুভশ্রী, ইউভানকে নিয়ে ব্যস্ততার মাঝেও সেলেব দম্পতির রোম্যান্স
বহুদিন পর ফের কাছাকাছি একসঙ্গে শুভশ্রী ও রাজ। কাজের ব্যস্ততায় একে অপরের সঙ্গে সময় কাটানো কেমন হয়, তা প্রায় ভুলতেই বসেছিল সেলেব দম্পতি। অবশেষে ক্যান্ডেললাইট ডিনার, ঘনিষ্ঠতা, সবেতেই মজেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। ছেলে ইউভানকে নিয়ে ব্যস্ততার মাঝেও অবশেষে স্বামী স্ত্রী একে অপরের জন্য সময় বের করতে পারলেন।
18

বন্ধুর বিবাহবার্ষিকীতে একসঙ্গে ক্যানডিড মুহূর্তে ধরা দিয়েছেন রাজ ও শুভশ্রী।
28
কালো ক্যাজুয়াল টিশার্টে শুভশ্রী এবং রাজের পরণে সবুজ রঙের পোশাক।
38
একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ছবি ভিডিও তুলে পোস্ট করেছেন তাঁরা একে অপরের প্রোফাইলে।
48
ইউভানকে নিয়ে ব্যস্ততার মধ্যেই কাটছে স্বামী স্ত্রীর জীবন। অভিনেত্রী ও পরিচালক ছাড়াও তাঁদের এখন নতুন পরিচয়।
58
মা-বাবা হওয়ার অনুভূতি প্রথমবার পেতেই এখন পুরোপুরি বদলে গিয়েছে তাঁদের জীবন।
68
সেখান থেকেই খানিক ব্রেক নিলেন সেলেব দম্পতি। বন্ধুর বিবাহবার্ষিকীতে চুটিয়ে আনন্দ করলেন তাঁরা।
78
একের পর এক সেলফিতে ভাইরাল হলেন রাজ ও শুভশ্রী। কাঁচের রুফটপ ঘরেই জমেছিল আসর।
88
তবুও ছেলের থেকে খনিকের জন্য দূরে থেকেও যেন অসম্পূর্ণ রাজ শুভশ্রীর দিন। তাঁদের এখন ইউভানের সঙ্গে দেখতেই বেশি উৎসাহী অনুরাগীরা।
Latest Videos