- Home
- Entertainment
- Bengali Cinema
- চরম ঘনিষ্ঠ মুহূর্তে আলিঙ্গনে মত্ত 'রাজ-শুভশ্রী', আদুরে উষ্ণ ছবিতে কাঁপছে নেটদুনিয়া
চরম ঘনিষ্ঠ মুহূর্তে আলিঙ্গনে মত্ত 'রাজ-শুভশ্রী', আদুরে উষ্ণ ছবিতে কাঁপছে নেটদুনিয়া
- FB
- TW
- Linkdin
টলিউডের হট ফেভারিট রাজ-শুভশ্রী জুটি সর্বদা পেজ থ্রি-র পাতা সরগরম করে রেখেছে। পার্টি থেকে ফ্যামিলি আড্ডা লাভ বার্ডসদের নিয়ে উন্মাদনার পারদ সর্বদাই তুঙ্গে।
বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় মা হওয়ার পর যেন আর বেশি জনপ্রিয় হয়ে উঠছেন। অভিনেত্রী তকমার বাইরে ছোট্ট ইউভানের মা যেন সর্বদাই লাইমলাইটে রয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় নিজেদের ফ্যানবেস ধরে রাখতে সর্বদাই কিছু না কিছু শেয়ার করে লাইমলাইটে থাকেন এই হট কাপল।
সোশ্যাল মিডিয়ায় উত্তাপ বাড়াতে সিদ্ধহস্ত শুভশ্রী। নিজের ইনস্টা-তে চরম ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করে লাইমলাইটে টলিপাড়ার এই লাভবার্ডস।
ইউভানকে ছেড়ে একান্ত ব্যক্তিগত মুহূর্তে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন রাউডি বেবির মাম্মা-পাপা। ভালবাসার আদরমাখা মুহূর্ত নিমেষে ভাইরাল নেটপাড়ায়।
হাতে হাত- পায়ে পা দিয়ে রাজের শরীরে নিজেকে এলিয়ে দিয়েছেন ইউভানের মাম্মা।বয়ফ্রেন্ড জিন্স, কালো টপেই শরীরী উষ্ণতা দ্বিগুন বাড়িয়েছেন শুভশ্রী। অন্তরঙ্গ মুহূর্তের ছবি এখন নেটিজেনদের নজরে।
ছোট্ট ইউভাস এখন ৪ মাসের। মাঝেমধ্যেই ছেলেকে রেখে নিজেদের একান্ত সময় থেকে, পার্টি, হুল্লোড় সবেতেই মেতে উঠছেন রাজ-শুভশ্রী।
তবে ছোট্ট ইউভানকে ছেড়ে রেখে কোথায় গেলেন শুভশ্রী, এই প্রশ্নই এখন নেটিজেনদের। আসলে রাজ পুত্রকে ছেড়ে কোথায় যাননি তারা। ভালবাসা জড়ানো পুরোনো ছবি শেয়ার করেই নস্ট্যালজিক শুভশ্রী।
কিছুদিন আগেও নিউ ইয়ার ইভের সময় বন্ধুদের নিয়ে চুটিয়ে পার্টি করেছেন রাজ-শুভশ্রী। জমজমাট পার্টির হুল্লোড়ের ছবি, ভিডিও নিয়েই উত্তাল সাইবারবাসী।
কিছুদিন আগেও নিউ ইয়ার ইভের সময় বন্ধুদের নিয়ে চুটিয়ে পার্টি করেছেন রাজ-শুভশ্রী। জমজমাট পার্টির হুল্লোড়ের ছবি, ভিডিও নিয়েই উত্তাল সাইবারবাসী।