- Home
- Entertainment
- Bengali Cinema
- প্লাস্টিক সার্জারি গ্রাস করছে টলিউডকে, লিপ ফিলার্সের উন্মাদনায় মিমি-নুসরত
প্লাস্টিক সার্জারি গ্রাস করছে টলিউডকে, লিপ ফিলার্সের উন্মাদনায় মিমি-নুসরত
| Published : Mar 11 2020, 12:55 PM IST
প্লাস্টিক সার্জারি গ্রাস করছে টলিউডকে, লিপ ফিলার্সের উন্মাদনায় মিমি-নুসরত
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
প্রথমেই আসা যাক টলিউডের এ লিস্টেড তারকাদের মধ্যে একজন মিমি চক্রবর্তীর কথায়। নেটিজেনের কথায় 'গানের ওপারে'র পুপেকে আর আগের মত দেখতে লাগে না। বদলে গিয়েছে চোখ মুখের আদল। ইনস্টাগ্রামে যেহেতু তাঁদের ব্যক্তিগত জীবন থেকে পেশাগত জীবনের ক্লোজ আপ পাওয়া যায় তাই সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিষয় চোখ রাখে নেটিজেনরা।
210
মিমির বেশ কয়েকটি ছবিতেই বারে বারে তাঁর ভক্তরাও লিখে গিয়েছে, "কেন যে লিপ সার্জারি করাতে গেলেন আপনি! আপনাকে আগেই ভাল লাগত।" গ্রুমিংয়ে অবশ্যই অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে অনেকটাই পার্থক্য দেখা দেয়। 'গানের ওপারে'র পুপেকে এখন খুঁজতে গেলে মুশকিল। তবে নেটিজেনের কথাও একেবারে ফেলে দেওয়ার মত নয়।
310
আসা যাক নুসরত জাহানের কথায়। তাঁকে নিত্যদিনেই ধর্ম নিয়ে, বিয়ে নিয়ে নানা ট্রোল করে যায় নিন্দুকরা। তবে সার্জারি বিষয় কেবল নিন্দুকরা নয়, বলেছে ভক্তরাও। তাদের মনে হয়েছে, নুসরতের ঠোঁটের মধ্যে ব্যাপক পার্থক্য দেখা দিয়েছে। তাঁর ঠোঁট আগের থেকে অনেক বেশি মোটা হয়ে গিয়েছে।
410
অনেকে এও লিখেছে, যে এভাবে যার তার কাছে গিয়ে ঠোঁটের সার্জারি করানো উচিত নয়। নুসরতকে আগে যতটা দেখতে সুন্দর লাগত এখন নাকি সেই সৌন্দর্য্য প্লাস্টিক বিউটির কাছে হারিয়ে গিয়েছে।
510
এই তালিকায় কেবল মিমিকে রাখলে চলবে না, রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। তাঁর রূপের মধ্যেও নাকি তফাৎ খুঁজে পেয়েছেন ভক্তরা। শুভশ্রীরও ঠোঁট নাকি আর আগের মতই নেই। ভক্তদের কথায়, শুভেশ্রীর আগের সাধারণ চেহারাই ভাল লাগতো। তাঁর লিপ ফিলার্স নাকি এখন অত্যন্ত স্পষ্টভাবে নজরে পড়ে।
610
বেশ কয়েকজন নেটিজেনরা এও দাবি করেছে, শুভেশ্রী নাকি মেলানিন থেরাপির সাহায্য নিয়ে গায়ের রঙ ফর্সা করেছেন। গ্রুমিংয়ে নাকি গায়ের রঙের এতটা তফাৎ আসে না। শুভেশ্রীর বেশ কয়েকটি ছবিতে ভক্তরা তাঁকে অনুরোধ জানিয়েছে আগের লুকে ফিরে আসতে। সার্জারিতে নাকি তাঁকে মোটেই ভালো লাগছে না।
710
বাদ পড়েননি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়েও। তাঁর অতিরিক্ত মোটা ঠোঁটের দিকে আঙুল তুলেছে নেটদুনিয়া। কমেন্ট সেকশনে সাইবারবাসীরা লিখেছেন, নায়িকা নাকি এই মোটা ঠোঁটের কারণে ঠিক করে কথাই বলতে পারেন না।
810
তাঁর সার্জারি নাকি একেবারেই খারাপ রূপে প্রকাশ পেয়েছে। তার প্রমাণ হল নায়িকার ক্লোজ আপ শট। বেশ কয়েকটি সেলফিতে তাঁর ঠোঁটের আকার দেখতে অদ্ভুত লাগছে। সেই কারণেই কি নেটিজেন এই সার্জারি দাবি করে চলেছে।
910
সকলের মধ্যে ঠোঁটের সার্জারির উন্মাদনাই বেশি। তাহলে কি সত্যিই প্লাস্টিক বিউটির জমানা গ্রাস করছে টলিউডকেও। একের পর এক অভিনেত্রীদের চেহারার বদল কি ঘটছে এই ফিলার্সের কারণেই। তবে এই বিষয় রয়েছে মতবিরোধও।
1010
অন্ধ ভক্তদের দাবি, গ্রুমিংয়ের কারণেই নাকি মুখের চেহারায় পার্থক্য দেখা দিয়েছে তাঁদের। কিংবা আজকাল মেকআপেও বদল ঘটেছে। হতে পারে লিপস্টিক পরার কায়দাতেও ঠোঁটের আকার বদলে মাঝে মধ্যে বদলে যায়।