চুটিয়ে প্রেম থেকে লিভ-ইন, ২০২১-এ ছাদনাতলায় বসছেন টলিপাড়ার ব়োম্যান্টিক জুটিরা
First Published Dec 11, 2020, 4:06 PM IST
টলিপাড়ার বিয়ের তালিকাটা বেশ দীর্ঘ। একের পর এক বিয়ের খবরে মাতোয়ারা গোটা টলি ইন্ডাস্ট্রি। টলিমহলের অন্দরে কান পাতলেই একাধিক বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। টলিপাড়ার একের পর এক জুটি করোনা আবহেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। অনির্বাণ-দেবলীনা,সৃজিত-মিথিলা, গৌরব-দেবলীনা, মানালি-অভিমন্যুর পর আগামী বছরেও বহু প্রতীক্ষিত বিয়ের আসর বসতে চলেছে। একঝলকে দেখে নিন ২০২১-এর দীর্ঘ তালিকাটি।

বাংলাদেশি মডেল অভিনেত্রী রাফিয়াৎ রাশিদ মিথিলার সঙ্গে চলতি বছরের শুরুর দিকেই গাঁটছড়া বেঁধেছেন চলেছেন সৃজিত মুখোপাধ্যায়।

করোনা আবহ, লকডাউনে এই সবকিছুকে উপেক্ষা করেই পাকাপাকিভাবে বিয়েটা সেরে নিয়েছিলেন মানালি-অভিমুন্য। ২১ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসেন মানালি-অভিমন্যু। না কোনও চাকচিক্য, না কোনও আড়ম্বর ,একেবারে সাদামাটা ঘরোয়া মুডেই বিয়ে সেরেছিলেন অভিনেত্রী। বাঙালি কন্যার লাল টুকটুকে বেনারসি, মাথায় মুকুট এসব কোনওকিছুর আড়ম্বর ছাড়াই ছাদনাতলায় কাছাকাছি এসেছিলেন এই লাভবার্ডস। বিয়ের নানা ধরনের আচার অনুষ্ঠান যেমন আইবুড়োভাত থেকে গায়ে হলুদ সমস্ত কিছুকে দূরে সরিয়েই মালাবদল ও সিঁদুরদান করে বিয়ে সেরেছিলেন মানালি-অভিমন্যু।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন