বিয়ের আগে গ্ল্যামার চুঁইয়ে পড়ছে দেবলীনার, কারণ নিজেই জানালেন Bride To Be
First Published Nov 29, 2020, 7:30 PM IST
দেবলীনা কুমারের সঙ্গে গৌরব চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়েই এখন সরগরম টলিপড়া। বহুদিনের প্রেম তাঁদের। সেই প্রেমের সম্পর্ক ছাড়িয়ে এবার বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাঁরা। এই বছর ডিসেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিউডের পাওয়ার কাপল। বিয়ের আগে কমবেশি সকল মেয়েদের মনেই উত্তেজনা একই রকম থাকে। বিয়ের সাজ থেকে শুরু করে নতুন জীবনের সূচনা, সব নিয়েই উন্মাদনায় মেতে এখন দেবলীনাও।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন