- Home
- Entertainment
- Bengali Cinema
- বছর দুয়েক আগে চার হাত এক হয় 'রাজশ্রী'র, বাগদান থেকে বিয়ের গোটা অ্যালবাম যেন রূপকথায় ভরা
বছর দুয়েক আগে চার হাত এক হয় 'রাজশ্রী'র, বাগদান থেকে বিয়ের গোটা অ্যালবাম যেন রূপকথায় ভরা
- FB
- TW
- Linkdin
মার্চ মাসের শুরুর দিকে চুপিসারে বাগদান সেরেছিলেন সেলেব-দম্পতি রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হাতে বাগদানের আংটি পরে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় পোস্ট দুজনের। যা দেখে হতবাক গোটা নেটদুনিয়া।
তাঁদের প্রেমের খবর কানাঘুষো এসেছিল ঠিকই তবে একেবারে চটজলদি বাগদান সেরে ফেলবেন টা অনুমান করেনি কেউই।
বাগদান চুপিসারে সারলেও বিয়েতে কোনও খামতি রাখেনি। রাজে এবং শুভশ্রীর ভক্তরা তাতে বেশ আনন্দিত হয়েছিল।
তাদের প্রথমদিকে খানিক অভিমান হয়েছিল দুই তারকার উপর। সেই খামতি পুরো করে দিয়েছিলেন রাজশ্রী। বাওয়ালি রাজবাড়িতে বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন হয়। সপ্তাহভর চলল সেলিব্রেশন।
গায়ে হলুদ, মেহেন্দি, আইবুড়োভাত, আরও কত কী। সবকিছুরই সঙ্গে সঙ্গে আপডেট এসে গিয়েছিল নেটদুনিয়ায়।
দু বছর আগে এই দিনটিতে সোশ্যাল মিডিয়া থেকে চোখ সরাতে পারেনি শুভশ্রী ভক্তরা। কখন কোন ছবি আসে সেই এক্সাইটমেন্টেই কেটেছিল বিয়ের সেই পুরো সপ্তাহ।
গায়ে হলুদে শুভশ্রীর অট্টোহাসি, অন্যদিকে মেহেন্দিতে রাজের নাচ, আবার আইবুড়োভাতের সকালে রাজ-শুভশ্রীর ক্যানডিড মুহূর্ত।
বিয়ের পুরো অ্যালবামই ধরা পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। ফিডে তখন একটাই খবর রাজ-শুভশ্রীর রাজকীয় বিয়ে।
বিয়েতে লাল বেনারসী সঙ্গে সোনার ভারী গয়না। ভক্তদেরকথায়, রাজবধূর মত দেখাচ্ছিল শুভশ্রীকে।
অন্যদিকে সবুজ রঙের পাঞ্জাবিতে রাজ। টলিউডের এই পরিচালককে আগে কখনই এত হ্যান্ডসাম লাগেনি বলে দাবি ছিল নেটিজেনের।