- Home
- Entertainment
- Bengali Cinema
- বোল্ডনেসে ছক্কা হাঁকালেন শর্মিষ্ঠা, অভিনেত্রীর ফ্যাশন গোলসে মুগ্ধ ভক্তরা
বোল্ডনেসে ছক্কা হাঁকালেন শর্মিষ্ঠা, অভিনেত্রীর ফ্যাশন গোলসে মুগ্ধ ভক্তরা
- FB
- TW
- Linkdin
শরীরে হালকা মেদ থাকলেও স্বল্প পোশাকে সেই মেদ তুলে ধরতে মোটেই লজ্জা পান না শর্মিষ্ঠা। বরং কনফিডেন্টের সঙ্গে নিজের ফিগার শো অফ করেন।
শর্মিষ্ঠা কেবল স্টাইলিশ পোশাকে ছবি পোস্ট করেন তা কিন্তু একেবারেই নয়। ফিটনেসের প্রতিও অগাদ টান তাঁর।
প্রায়সই জিমের ছবি পোস্ট করেন শর্মিষ্ঠা। বলিউড সেলেব্রিটিরাই যে কেবল জিম লুক ভাইরাল করেছেন তা নয়।
নিত্যদিন নানা ধরণের স্টাইলিশ জিমওয়্যার পরে সকলকে জিমলুক গোলস দিচ্ছেন অভিনেত্রী।
আপাতত জিমে যেতে পারছেন না বলেই হয়তো শর্মিষ্ঠার বোরজম আরও বেড়ে চলেছে।
অন্তর্বাস পরে হোক কিংবা শাড়ি, সবেতেই সাবলিল শর্মিষ্ঠা। রিভিলিং পোশাকে তিনি যথেষ্ট স্বাচ্ছন্দবোধ করেন। যদিও ক্যারি করারও একটা বিষয় রয়েছে।
বোল্ডনেসের সঙ্গে শর্মিষ্ঠার সম্পর্ক যে বহুদিনের তা শর্মিষ্ঠার ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলেই বুঝতে কোনও অসুবিধে হওয়ার কথা নেই।
সম্প্রতি একটি স্পোর্টস ব্রা পরে ছবি পোস্ট করেছেন শর্মিষ্ঠা। যেখানে ক্যাপশনে লিখেছেন তিনি হোম আইসোলেশনে বেশ বোর হচ্ছেন।
তবে তাঁর বোর হওয়াতেই লাভবান হয়েছে নেটিজেনরা। তাঁর নানা ইনস্টাগ্রাম পোস্ট রীতিমত মনোরঞ্জন হয়ে উঠেছে সকলের কাছে।
শর্মিষ্ঠার সঙ্গে কভি খুশি কভি গমের, পু-এর মিল এখানেই। স্টাইল ডিভার পাশাপাশি ফিটনেস ফ্রিকও শর্মিষ্ঠা।