- Home
- Entertainment
- Bengali Cinema
- একে অপরকে জড়িয়ে ধরে ফ্রেমবন্দি, লেকের মাঝে অন্তরঙ্গতায় মজে টলি দম্পতি
একে অপরকে জড়িয়ে ধরে ফ্রেমবন্দি, লেকের মাঝে অন্তরঙ্গতায় মজে টলি দম্পতি
- FB
- TW
- Linkdin
'রংমিলান্তি' সিনেমা দিয়ে সম্পর্কের শুরু হয়েছিল এই টলি কাপল-এর। গৌরবের প্রেম নিবেদনও ছিল বেশ নজরকাড়া।
দার্জিলিং-এ পাহাড়ের কোলে একদিকে সূর্যাস্ত হচ্ছে, আর অপরদিকে নেমে আসেছ গাঢ় অন্ধকার । তার মধ্যেই হাতে আংটি নিয়ে ঋদ্ধিমাকে প্রোপোজ করেছিলেন গৌরব। ব্যস তাতেই কেল্লাফতে।
দম বন্ধ পরিবেশ থেকে বেরিয়ে শান্তির নিঃশ্বাস নিতে বেরিয়ে পড়েছেন তারকা জুটি। গন্তব্যস্থল নৈনিতাল।
নৈনিতালের ঠান্ডা ওয়েদার একে অপরকে জড়িয়ে ধরে ফ্রেমবন্দি হয়েছেন গৌরব-ঋদ্ধিমা। এবং ক্যাপশনে লিখেছেন, ঠান্ডা হাওয়া এবং সুন্দর পাতার মাঝে আমি ও তুমি। আর এটাই হল প্রেমের পূর্ণতা।
সোশ্যাল মিডিয়ায় নিজেদের একাধিক মুহূর্তের ছবি শেয়ার করেছেন ঋদ্ধিমা। এইবারেও তেমনটাই হয়েছে। প্রতিটি ছবিতেই দুজনের অন্তরঙ্গতা প্রকাশ্যে এসেছে।
নৈনিতালের আনাচে কানাচে চুটিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই যুগল।
হ্যাশট্যাগ নৈনিতাল ডায়েরিজ দিয়ে একের পর এক ছবি শেয়ার করেছেন এই জুটি।
লেকের স্বচ্ছ জলে একে অপরের পাশে বসে ব়্যোমান্টিক পোজ দিয়েছেন এই যুগল।
ঘোরার ফাঁকেও একে অপরের ছবিও তুলে দিয়েছেন এই জুটি।
গৌরবের এই সুন্দর ছবিটি তুলে দিয়েছেন ঋদ্ধিমা ঘোষ।