একে অপরকে জড়িয়ে ধরে ফ্রেমবন্দি, লেকের মাঝে অন্তরঙ্গতায় মজে টলি দম্পতি
First Published Nov 24, 2020, 12:26 PM IST
একেই বলে বন্দিদশা থেকে মুক্তি। একটানা লকডাউনে সকলেই নাজেহাল। নিউ নর্মালে ফিরতেই ঘরবন্দি দশা থেকে মুক্তি পেতে সকলেই নিভৃতে সময় কাটাতে বেরিয়ে পড়ছেন। সেই তালিকায় রয়েছেন টলিপাড়ার লাভবারডস গৌরব-ঋদ্ধিমা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নৈনিতাল ডায়রিজ শেয়ার করেছেন টলিউডের রোম্যান্টিক কাপল গৌরব-ঋদ্ধিমা। নৈনিতালের প্রাকৃতিক সৌন্দর্যে নিজেদের একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রইল অ্যালবাম।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন