- Home
- Entertainment
- Bengali Cinema
- অনিন্দ্য কিংবা ডিঙ্কা নয়, 'শ্রীময়ী'র রোহিতের জন্য পাগল মহিলারা, রইল প্রমাণ
অনিন্দ্য কিংবা ডিঙ্কা নয়, 'শ্রীময়ী'র রোহিতের জন্য পাগল মহিলারা, রইল প্রমাণ
- FB
- TW
- Linkdin
ধারাবাহিকে নতুন প্রজন্মের অভিনেতাদের অভাব নেই। রয়েছেন সপ্তর্ষী মৌলিক। যিনি শ্রীময়ীর ছেলে, ডিঙ্কার চরিত্রে অভিনয় করছেন।
রয়েছেন রোহিত সামন্ত্য। তিনিও শ্রীময়ী, অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের ছেলের ভূমিকায় অভিনয় করছেন।
তাঁদেরও জনপ্রিয়তা নেহাতই কম নয়। তবুও রোহিত সেন, অর্থাৎ টোটা রায় চৌধুরির জন্য জনপ্রিয়তা যেন তুঙ্গে।
প্রতিনিয়ত তাঁর জনপ্রিয়তা যেন বেড়েই চলেছে। তিনি টলিউডে বহু বছর ধরে কাজ করছেন।
সেই সময় তাঁর জনপ্রিয়তা যতখানি ছিল, এখন যেন তা দশগুণ বেড়ে গিয়েছে। জেন ওয়াই ও এক্সের মেয়েরা তাঁকে রীতিমত সোশ্যাল মিডিয়ায় ফলো করে।
সেখানেই তিনি পোস্ট করতে থাকেন একের পর এক সাংঘাতিক হট ছবি। সম্প্রতি ওয়ার্ক আউটের একটি ছবি পোস্ট করেছেন।
যেখানে তাঁর চিজেলড চেস্ট, রিপড অ্যাবস, বিগ বাইসেপসের মাঝে ঘাম ঝড়ছে সকল মহিলা ভক্তদের।
শ্রীময়ীর রোহিত দা'র জন্য যে জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে তা বুঝতে আর বাকি নেই। টোটার ফলোয়ারসও ক্রমশও বেড়ে চলেছে।