- Home
- Entertainment
- Bengali Cinema
- ফ্রেশ ফেস থেকে হিন্দি টেলিভিশনে জনপ্রিয়তা ত্রিধার, বঙ্গতনয়া ত্রিধার টলিউড থেকে মুম্বই পাড়ি
ফ্রেশ ফেস থেকে হিন্দি টেলিভিশনে জনপ্রিয়তা ত্রিধার, বঙ্গতনয়া ত্রিধার টলিউড থেকে মুম্বই পাড়ি
- FB
- TW
- Linkdin
এতে অবশ্য সুবিধেই হয়েছে নেটিজেনদের। শ্যুটিংয়ের ব্যস্ততার চাপে রোজকার পোস্ট করা হত না সোশ্যাল মিডিয়ায়।
এখন লকডাউনে যেহেতু তেমন কোনও কাজ নেই তাই ইনস্টাগ্রাম, ফেসবুক এবং নানা ধরণের অ্যাপই এখন ভরসা।
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করেই ভক্তদের মনোরঞ্জনে লেগে আছেন ত্রিধা।
তার সঙ্গে চলছে লাইভ সেশনও। সেখানে ভক্তদের সঙ্গে কথোপকথন তাদের খোঁজখবর নেওয়া সবই করেছেন তিনি।
শ্যুটিং ফ্লোরকে অবশ্যই মিস করছেন তিনি। সে কথাও জানিয়েছেন ত্রিধা।
২০১১ সালে ক্যালকাটা টাইমস ফ্রেশ ফেস অফ দ্যা ইয়ারের খেতাব জেতেন তিনি।
সেখান থেকেই বিনোদনের জগতে শুরু ত্রিধার পথচলা। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি মিশর রহস্যের হাত ধরেই ত্রিধার ডেবিউ।
সেখান থেকে জনপ্রিয়তার শীর্ষে উঠলেন তিনি। মুম্বইয়ে পাড়ি দিল কলকাতার মেয়ে।
এরপর যদি লাভ না দিলে প্রাণে, খাদ, মেরি ক্রিসমাস ছবিতে অভিনয় করতে দেখা যায় তাঁকে।
এরপরই মুম্বই পাড়ি দিলেন ত্রিধা। স্টার প্লাসের মত ব্যানারে দেহলিজ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করেন ত্রিধা। ধীরে ধীরে তাঁকে চিনল দক্ষিণী বিনোদন জগৎ। তেলুগু এবং তামিল ছবিতেও অভিনয় করেছেন তিনি।