- Home
- Entertainment
- Bengali Cinema
- ফুলসজ্জার খাটে ঘনিষ্ঠ আলিঙ্গনে মত্ত নীল-তৃণা, নব দম্পতির ছবি দেখে মাথায় হাত সকলের
ফুলসজ্জার খাটে ঘনিষ্ঠ আলিঙ্গনে মত্ত নীল-তৃণা, নব দম্পতির ছবি দেখে মাথায় হাত সকলের
- FB
- TW
- Linkdin
নীল এবং তৃণার পোস্ট ওয়েডিং ছবিও রীতিমত ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। বিয়ের বিভিন্ন আচারানুষ্ঠানের ছবি, ভিডিও পোস্ট করেছেন তাঁরা।
ভাইরাল হয়েছে তাঁদের ফুলসজ্জার ছবিও। ফুলসজ্জার খাটে বসে দু'জন। নীলের বুকে হ্যালান দিয়ে বসে তৃণা।
শাড়ি কিংবা পাঞ্জাবি নয়, সালোয়ার এংব জিনস টিশার্টই ছিল তাঁদের ফুলসজ্জার ড্রেসকোড।
হালকা গোলাপি রঙের সালোয়ার, হাতে শাঁখা পলা, নো মেকআপ লুকে ধরা দিয়েছেন তৃণা।
অন্যদিকে জিনস টিশার্টে সেজে উঠেছেন নীল। ফুলসজ্জার এই ভিন্ন সাজের মধ্যে রয়েছে ট্রাডিশনও।
গলায় বিয়ের ভারি মালা। সাধারণ পোশাকের সঙ্গে সেই মালা গলায় দিয়ে পোজ দিয়েছেন নবদম্পতি।
খাট সাজানো হয়েছে গোলাপের পাঁপড়ি দিয়ে। একটি বড় হার্টের সাইন দিয়ে সাজানো হয়েছে পাঁপড়িগুলি।
তাঁরই পাশে পোজ দিয়ে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে বসে নীল ও তৃণা। তাঁদের বিয়ের নানা ধরণের ছবি দেখার জন্য এখনও আগ্রহী ভক্তরা।