ফিল্মি কায়দায় তৃণাকে কোলে তুলে নিল নীল, ঘরোয়া বউভাতের আসরে ভাইরাল জুটি
First Published Feb 7, 2021, 11:05 AM IST
নতুন বছর পড়তেই টলিউডের বিয়ের আসর লেগেছে। একের পর এক সেলেব জুটি চার হাত এক হবার খবর জানাচ্ছে ভক্ত মহলকে। নায়িকা থেকে গায়িকা, কেউ বাদ পড়লেন না তালিকা থেকে। তবে সব থেকে বেশি নজর কাড়লো নীল তৃণার বিয়ের আসর।

বছর পড়তেই রাজকীয় বিয়ের আসর বসিয়েছে নীল তৃণা। বিএফ 15 দিন আগে থেকেই ভাইরাল একাধিক ছবি।

কখনো প্রি ওয়েডিং সেলিব্রেশন, কখনো ব্যাচেলর পার্টিতে হুল্লোড়ে মেতেছে এই জুটি। রিল লাইফের দুজনেরই চলছে বিয়ে পর্ব।

এবার শুরুর রিয়েল লাইফে নয় ইনিংস। মেহেদী থেকে হলদি, ধুমধামে বিয়ে পর্ব মেটালেন নীল তৃণা।

বিয়ের আসরে নেমে ছিল টলিউডের ঢল। যথাসময়ে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও।

এদিন নবদম্পতিকে আশীর্বাদ করল দুই ধারাবাহিক কৃষ্ণকলি ও খড় কুটোর সেলিব্রিটি সকলেই। একের পরে এক ছবি সোশ্যাল মিডিয়ায় হয়ে ওঠে ভাইরাল।

কখনো সামনে আসে নীল তৃণার বিয়ের ভাইরাল লূক, কখনো আবার তাদের সম্পর্কের খুনসুটি হয়ে ওঠে ফ্রেমবন্দি।

শনিবার ঘরোয়া বৌভাতে আবারো নজর কাড়লেন এই জুটি। নিখিলের পাতে ভাত বেড়ে দিলেন তৃণা।

নতুন জুটির পথচলা শুরু, নেট দুনিয়া বর্তমানে বুঁদ এই তারকা-জুটির বিয়ের আসরে। শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিল কমেন্ট বক্স।

এই নিয়ে বর্তমানে পুলিশি জেরার মুখে সানি। যদিও প্রকাশ্যে কোনো রকম মন্তব্য করতে নারাজ অভিনেত্রী। তবে বলিউডে এমন ঘটনা নতুন নয়।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?