- Home
- Entertainment
- Bengali Cinema
- দামি শাড়ি, জুতো, গয়না, নীলের বাড়ি থেকে আসা তত্ত্বে কী কী পেলেন তৃণা
দামি শাড়ি, জুতো, গয়না, নীলের বাড়ি থেকে আসা তত্ত্বে কী কী পেলেন তৃণা
| Published : Feb 07 2021, 06:30 PM IST
দামি শাড়ি, জুতো, গয়না, নীলের বাড়ি থেকে আসা তত্ত্বে কী কী পেলেন তৃণা
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
ভাত কাপড়ের অনুষ্ঠানের ঝলক নিজের ইনস্টা স্টোরিতে পোস্ট করেছেন নববধূ তৃণা।
28
পরণে লাল ও সবুজ শাড়ি সঙ্গে সাদা মডার্ন পাঞ্জাবি পরে দাঁড়িয়ে স্বামী নীল ভট্টাচার্য।
38
ভাত কাপড়ের অনুষ্ঠানের পাশাপাশি তত্ত্বের বিভিন্ন ঝলক নিয়ে প্রকাশ্যে এসেছেন তিনি।
48
ঘরে ভর্তি করে রাখা তত্ত্ব। যেখানে রয়েছে শাড়ি, গয়না, পোশাক, সাজসজ্জার জিনিস, জুতো আরও অনেক কিছুই।
58
নীলকে ট্যাগ করে একটি ভিডিও নিজের ইনস্টা স্টোরিতে পোস্ট করেছেন তৃণা।
68
তাঁর সোশ্যাল মিডিয়াতে নজর আটকে গিয়েছে সাইবারবাসীর। ট্রাডিশনাল বাঙালি মতে বিয়ে হলেও মডার্ন ছোঁয়াও রয়েছে।
78
বিয়ে, সাত পাক, সিঁদুরদান সবের ভিডিও ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। এবার তত্ত্বের ভিডিও নিয়ে চর্চা শুরু।
88
রিবন দিয়ে সুন্দরভাবে প্যাক করা তত্ত্ব। দামি জুতো, ব্র্যান্ডেড ব্যাগ, হাই এন্ড কসমেটিকস সবই রয়েছে তত্ত্বে।