জনি সিনসের সঙ্গে দিতিপ্রিয়ার 'এয়চো' মিম কোল্যাবোরেশন, ক্ষোভ উগরে দেন সৃজিত সহ নেটিজেনরা
First Published Dec 19, 2020, 4:28 PM IST
'বাবা এয়চো', 'রক্কে করো রঘুবীর', এই সংলাপগুলির সঙ্গে প্রায় সকল বাঙালি দর্শকই পরিচিত। এমনকি যারা ধারাবাহিক দেখতে পছন্দ করে না তাদের কাছেও এই শব্দগুলি বহুল পরিচিত এবং চর্চিত। জনপ্রিয় ধারাবাহিক 'রাণী রাসমণি'-তে চরিত্রাভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে এই সংলাপগুলি বলতে শোনা যায়। ২০১৭ থেকে শুরু হওয়া ধারাবাহিক আজও টিআরপি তালিকায় সেরা পাঁচের মধ্যেই নিজেকে ধরে রেখেছে। জনপ্রিয়তার পাশাপাশি জুটেছে সমালোচনাও।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন