- Home
- Entertainment
- Bengali Cinema
- 'রাজ্যের সেবা করতে চাইছেন যাঁরা, স্ট্যান্ড রোডে কোথায় তাঁরা', ভাইরাল পোস্ট তুলে দিদির প্রশংসায় রাজ
'রাজ্যের সেবা করতে চাইছেন যাঁরা, স্ট্যান্ড রোডে কোথায় তাঁরা', ভাইরাল পোস্ট তুলে দিদির প্রশংসায় রাজ
ভয়ানক অগ্নিকান্ডের সাক্ষী থাকল গোটা শহর, পূর্ব রেলের স্ট্যান্ড রোডের দফতরে ভয়ানক আগুন লাগে সোমবার সন্ধেবেলায়। সেই খবর পাওয়া মাত্রই ঘটনা স্থলে ছুঁটে গিয়এছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কোথায় ছিলেন বাকিরা, প্রশ্ন ছুঁড়ে দিলেন রাজ চক্রবর্তী।
18

সোমবার অগ্নিকান্ডে প্রাণ হারিয়েছেন নয়, টানা ১০ ঘণ্টা ভয়াবহ আগুন জ্বলতে থাকে।
28
ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছিলেন সব সময় তৎপর থাকার কথা।
38
fireপ্রাণের ঝুঁকি নিয়ে যাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার টেষ্টায় তখন মরিয়া, তাঁদের সকর্ত থাকার আর্জি জানিয়েছিলেন তিনি।
48
পাশাপাশি মৃতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
58
সেই ছবি উঠে আসে সোশ্যাল মিডিয়ার পাতায়। সকলের দৃষ্টি আককর্ষণ করে তা রিপোস্ট করেন পরিচালক রাজ চক্রবর্তী।
68
সদ্য তিনি তৃণমূলে যোগদিয়েছেন। পেয়েছেন বিধানসভা নির্বাচনে লড়াই করার টিকিটও।
78
তিনি মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, দিদির কোনও বিকল্প নেই।
88
অভিভাবক একেই বলে। রাত নেই দিন নেই, যে মানুষের জন্যে ভাবেন, মানুষের জন্যে করেন, বিপদে আপদে সকলের পাশে এসে দাঁড়ান।
Latest Videos