- Home
- Entertainment
- Bengali Cinema
- পুজোয় এবার মনামী ফ্যাশন, সোশ্যাল মিডিয়ায় চোখ রেখে ঠিক করে নিন পঞ্চমী থেকে দশমী সাজ
পুজোয় এবার মনামী ফ্যাশন, সোশ্যাল মিডিয়ায় চোখ রেখে ঠিক করে নিন পঞ্চমী থেকে দশমী সাজ
- FB
- TW
- Linkdin
পঞ্চমীর (Panchami), এই দিনটা বিশেষ করে হালকা সাজেই সকলে চমকে দেয় পুজোর (Durga Puja Fashion)মেজাজে নয়া লুকে। তাই এই দিন স্টানিং লুকে ধরা দেওয়া যেতেই পারে।
ষষ্ঠীর (Shasthi) সকাল, রোদ বৃষ্টি সবটা মাথায় রেখেই এদিন পুজো ভাইভে গা ভাসিয়ে দেওয়ার পালা। এদিন হালকা শাড়ি হালকা মেকাপে সকলের নজর কাড়তেই পারেন।
সপ্তমী (Saptami), এই দিন ঢেলে সেজে ফেলার দিন। স্টানিং লুক, সঙ্গে মানানসই গহনা, সবটাই নজরকাড়া। এদিনের জন্য রাখতেই পারেন কোনও দামী সিফন।
সপ্তমীর দিন আবার ওনেকে পছন্দ করেন ওয়েস্টার্ন পোশাক। তাঁরা এই দিন রঙচঙ্কা কোনও ওয়ানপিসও রাখতে পারেন শপিং তালিকায়।
অষ্টমীর সকাল, এদিনের সাজটা পুরোটাই বাঙালি লুক। এদিন লেহেঙ্গা হালকা রঙা, সঙ্গে অল্প গহনা, তবে টিপ কপালে চাই চাই।
অষ্টমীর রাত মানেই সাবেকীয়ানায় রকমারি হাল ফ্যাশন। পুজো মধ্যগগণে, তাই এই দিন ভারী কোনও সাজ বা গর্জিয়াস কোনও পোশাক নিজের জন্য বাছাই করে রাখুন।
অনেকের কাছে আবার নবমী মানে হচ্ছে পার্টি লুকে, তাঁদের জন্য থাকতেই পারে কোনও ওয়ানপিসের ভালো কালেকশন, বা কোনও কাফতান।
আবার ডেনিমেও এদিন নজর কাড়তে পারেন, টেনে ঠাকুর দেখার পরিকল্পনা থাকতে, সিম্পল ডেনিম লুকই হতে পারে আপনার স্টাইল স্টেটমেন্ট।
আর দশমী মানেই শেষ পাতে কুড়িয়ে পাওয়া আনন্দরা। এদিন সিঁদুর খেলা, দেবী বরণ, তাই এই বিশেষ দিনে হাকলা সাজে স্নিগ্ধ লুকই শ্রেয়।