- Home
- Entertainment
- Bengali Cinema
- দোল উৎসবে ড্রইং রুমে আসর জমাবে সোনার সংসার, থাকছে কী কী চমক, জেনেন নিন
দোল উৎসবে ড্রইং রুমে আসর জমাবে সোনার সংসার, থাকছে কী কী চমক, জেনেন নিন
- FB
- TW
- Linkdin
প্রতিবছরের মত এবছরও জি বাংলা নিয়ে এলো সোনার সংসার। প্রতিটা ধারাবাহিকের চরিত্রদের নিয়ে এক ভরপুর বিনোদনের মজাটি সন্ধ্যা।
সম্প্রতি এই অনুষ্ঠানের শ্যুটিং হয়ে গেল। দোল উৎসবেই সম্প্রচারিত হবে জি বাংলা সোনার সংসার।
এই অনুষ্ঠানে প্রতিবারের মতই থাকছে চেনা লুকে জাঁক জমক পূর্ণ রাজকীয় আয়োজন। যা তাক লাগাবে দর্শকদের।
সেট থেকে শুরু করে পুরষ্কার বিতরণ, প্রিয় তারকাদের অনুষ্ঠান। নাচে গানে ভরপুর সন্ধ্যে।
এদিন বিশেষ আকর্ষণে থাকছে আবির চট্টোপাধ্যায়, দ্বিতিপ্রিয়া, অঙ্কুশ ও কাঞ্চন। যাঁরা এই সন্ধ্যার অনুষ্ঠান সঞ্চালনা করবেন।
এদিন প্রিয় ধারাবাহিক থেকে শুরু করে, প্রিয় তারকা, অভিনেতা-অভিনেত্রী সকলকেই পুরষ্কৃত করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গোবিন্দা। এদিন বিশেষ উপস্থিতিতেই জমে উঠবে উৎসব।
এদিন সন্ধ্যায় বিশেষ অতিথির আসনে উপস্থিত থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
দ্বিতিপ্রিয়া অর্ধাৎ সকলের প্রিয় রানি মা-য়ের নাচে এদিন জমে উঠবে উৎসব।
মিলবে জুটির নাচও। প্রিয় জুটির মধ্যে থাকছে কৃষ্ণকলি, থাকবে কি করে বলবো তোমায়, থাকছে আলো ছায়া।
এছাড়াও নাচের অনুষ্ঠানে দেখা যাবে প্রিয়ম, জিলম, সংকল্প, যমুনা ঢাকিসহ আরও অনেককে।
থাকছে মিকা সিং-এর গান। এদিন আসর জমিয়ে তুলবেন তিনি গানে গানে।
জিবাংলার দুই নতুন মুখ মিঠাই ও অপরাজিতা অপু ধারাবাহিকের অপুরও পার্ফমেন্স এদিন নজর কাড়বে সকলের।
রবিবার ছুটির দিনে সন্ধ্যার আসর জমাতে রানি মাও পিছু পা হবেন না। এদিন তাঁকে দেখা যাবে ছক ভাঙা সাজে এক অন্য লুকে।
পাশাপাশি থাকবে পদ্মমণি, জগদম্বাও। এছাড়া ইমন সহ একাধিক তারকার গানের সম্ভার তো থাকছেই।
রবিবার ৫.৩০ থেকে শুরু হবে রেড কার্পেট। আর সাতটা থেকে শুরু হবে ধামাকাদার সোনার সংসার উৎসব।