- Home
- Entertainment
- Bengali Cinema
- জমজমাট 'মহাপরিণয়', গুরুজীর সন্মান বাঁচাতে পিলুকে সিঁদুর পড়িয়ে দিল আহির, কী হবে রঞ্জার
জমজমাট 'মহাপরিণয়', গুরুজীর সন্মান বাঁচাতে পিলুকে সিঁদুর পড়িয়ে দিল আহির, কী হবে রঞ্জার
- FB
- TW
- Linkdin
জি বাংলার সদ্য শুরু হওয়া ধারাবাহিকে পিলু-তে চলছে জমজমাট মহা পরিণয় সপ্তাহ। যা শুরু হয়েছে ২১ ফেব্রুয়ারি এবং একটানা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত (Pilu)। একের পর এক পর্বে নানা রকমের টুইস্ট রেখেছেন পরিচালক।
ধারাবাহিকের শুরুতেই মূল চরিত্র পিলু আর আহিরের মিষ্টি প্রেমের গল্পে মজেছিল দর্শক। উড়ন্ত মালাতে বিয়ে হয়েছিল পিলু-আহিরের (Pilu)। টুসু পরবে না জেনেই যেন মালাবদল হয়ে যায় পিলু-আহিরের। তারপই গ্রামের পুরোহিত জানান দেয় যে, বিহা তো হয়ে গেল বটে তোর পিলু।
গুরুকুলে এসে সে কথা সবার থেকে লুকিয়ে রেখেছিল পিলু ও আহির। কিন্তু রঞ্জার মা ঋজুলার কানে সে কথা পোঁছতেই রঞ্জার সঙ্গে আহিরের বিয়ের ব্যবস্থা করে (Pilu)। পুরোহিত ডেকে সাত পাক ঘুরিয়ে আহিরের সঙ্গে রঞ্জার বিয়ের ব্যবস্থা করে। ঋজুলার পরিকল্পনা মতোই শুরু হয় আহির ও রঞ্জার বিয়ের প্রস্তুতি।
অন্যদিকে আহিরের বাবা এসে গুরুজিকে অপমান করতে থাকে। সকলের সামনে গুরুজির এই অপমান কোনওভাবেই সহ্য করতে পারে না আহির (Pilu)। আর তখনই পিলুকে টেনে নিয়ে সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় আহির।
যদিও সিঁথিতে সিঁদুর তোলার আগে আহিরের হাত চেপে ধরে পিলু (Pilu)। এবং কাতর আবেদন করে সে জানায়, তিনি যেন এই কাজ না করেন। সে এখান থেকে অনেক দূরে চলে যাবে । কিন্তু আহির কোনওভাবেই পিলুর কথা মানতে চায় না।
আহির সকলের সামনে পিলুকে স্পষ্ট করে জানিয়ে দেয়, গুরুজির সম্মান নিয়ে তিনি কাউকে কিছু করতে দেবেন না। আহির পিলুকে (Pilu) জানান, দেরি হয়ে গেছে পিলু, সব শেষ করে তুমি এভাবে চলে যেতে পারো না। এরপরই পিলুর কপালে সিঁদুর পরিয়ে দেয় আহির।
টানটান মহা বিবাহ পর্বে একের পর এক টুইস্ট আসতে চলেছে। একসপ্তাহ ধরে চলবে পিলু ও আহিরের মহা পরিণয় (Pilu)। আগামী পর্বেও আসতে চলেছে বড় টুইস্ট। এবার কী হবে রঞ্জার, তা জানতেই অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শকরা।
সদ্য শুরু হওয়া জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'পিলু ' শুরু থেকেই দর্শকদের মন কেড়ে নিয়েছে।
ধারাবাহিকের এই বিশেষ সপ্তাহের প্রোমো ইতিমধ্যেই সম্প্রচারিত হয়েছে। যা দেখামাত্রই দর্শক বেশ উচ্ছ্বসিত। এবার কোনদিকে মোড় নেবে পিলু (Pilu)। আহির ও পিলুর এই বিয়ের সিদ্ধান্ত কীভাবে নেবে গান বাড়ির সদস্যরা, তা জানতে হলে প্রতিদিন ঠিক সন্ধ্যা সাড়ে ৬ টায় দেখতে হবে এই ধারাবাহিক।