- Home
- Entertainment
- Bollywood
- ২০২০-তে বিনোদন জগতে সব থেকে বেশি ছড়িয়ে পড়া টুইট কোনটা জানেন, বছর শেষে প্রকাশ্যে এলো রিপোর্ট
২০২০-তে বিনোদন জগতে সব থেকে বেশি ছড়িয়ে পড়া টুইট কোনটা জানেন, বছর শেষে প্রকাশ্যে এলো রিপোর্ট
- FB
- TW
- Linkdin
২০২০-তে সাধারণ মানুষ বেশিরভাগ সময়ই কাটিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। সেলেবদের প্রফাইলেই ছিল কড়া নজর।
এরই মাঝে বছর শেষ। এবার প্রকাশ্যে এলো এক নয়া রিপোর্ট। সোশ্যাল মিডিয়ায় কোন তারকার টুইট বছরে সব থেকে বেশিবার শেয়ার করা হয়েছে বা রিটুইট করা হয়েছে।
তিনি হলেন খোদ অমিতাভ বচ্চন। বরাবরই তিনি সোশ্যাল মিডিয়ার পাতায় অ্যাক্টিভ। মাঝ রাত হোক বা সাত সকাল, সর্বত্রই পোস্ট করে দেখা যায় বিগ বিকে।
তবে অমিতাভের চলতি বছরের একটা পোস্ট মুহূর্তে ঝড় তুলেদিয়েছিল বিনোদন জগতে। তা হলো করোনায় আক্রান্ত হওয়ার পোস্ট।
অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট করা মাত্র উদ্বেগ ছড়িয়েছিল ভক্তমহলে। প্রবীণ অভিনেতাকে নিয়ে সকলেরই চিন্তা ছিল তুঙ্গে।
কেবল তিনিন নন, পাশাাশি গোটা জয়া বচ্চন ছাড়া গোটা বচ্চন পরিবারেরই শরীরে মিলেছিল করোনার নমুনা। সেই পোস্টও ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়।
এক মাসের মাথায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন অমিতাভ বচ্চন। ২০২০-তে সেই টুইটই রইল জনপ্রিয়তার শীর্ষে।
তাই সার্চ লিস্টে পিছিয়ে পড়লেও, টুইটার রাখলেন তিনি নিজের দখলে। সেখানে সকলকে টেক্কা দিয়ে ২০২০-তে সেরা হলেন বিগ বি।