- Home
- Entertainment
- Bollywood
- শরীরী নেশায় চরম Romance, অভিষেকের সঙ্গে যৌনদৃশ্যের কথা শুনে কেন আঁতকে উঠেছিলেন 'রিফিউজি' করিনা
শরীরী নেশায় চরম Romance, অভিষেকের সঙ্গে যৌনদৃশ্যের কথা শুনে কেন আঁতকে উঠেছিলেন 'রিফিউজি' করিনা
- FB
- TW
- Linkdin
জে পি দত্ত পরিচালিত এই ছবিতেই বলিউডে পা রেখেছিলেন করিনা কাপুর এবং অভিষেক বচ্চন।আজ থেকে ঠিক ২১ বছর আগে বড়পর্দায় মুক্তি পেয়েছিল রিফিউজি।
বলিউডের বেবো অর্থাৎ করিনা কাপুর এবং বচ্চন পুত্র জুনিয়র বচ্চন রিফিউজি সিনেমা দিয়েই বলিউডে ডেবিউ করেছিলেন। জীবনের প্রথম ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক স্মৃতি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পুরোনো দিনের কিছু স্মৃতি। যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
অভিষেকের বিপরীতেই ছবিতে অভিনয় করেছিলেন করিনা। সিমি আগরওয়ালের টক শো-তে এসে এই ছবি নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন করিনা।
শো চলাকালীন সিমি অভিষেককে একটি ভিডিও কল করেছিল। এবং সেই ভিডিও কলেই ছবি নিয়ে কিছু স্মরণীয় স্মৃতি শেয়ার করেছিলেন অভিষেক।
অভিষেক জানিয়েছিলেন, ছবিতে তার জীবনের প্রথম ব়োম্যান্টিক দৃশ্যের কথা আজও ভুলতে পারেননি অভিষেক।
করিনা অভিষেককে বলেছিলেন, তিনি নাকি তাকে ভাইয়ের মতোনই দেখছেন। তার পক্ষে এইরকম কোন ঘনিষ্ঠ দৃশ্য করা সম্ভব নয়।
এমনকী ছবির পরিচালককেও বলেছিলেন যে অভিষেক আমার ভাইয়ের মতো, আমি কীভাবে এই দৃশ্য করব। যদিও পরে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন করিনা।