লাকি নম্বর থেকে সাবান না পসন্দ, শাহরুখের এই গোপন তথ্যগুলো কি ভক্তরা জানেন
- FB
- TW
- Linkdin
শাহরুখ খানের জীবনে এমন অনেক গোপন তথ্য রয়েছে, যা হয়তো অনেকেরই অজানা। সুপার স্টার নিজেকে নিয়ে কথা বলতে খুব একটা পছন্দ করেন না।
ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবন, দুইয়ের মধ্যে ফারাক রাখতেই পছন্দ করেন কিং খান। কিন্তু ভক্তদের হাত থেকে কি মেলে রেহাই!
হয়তো না, তাই তাঁর বাড়ির অন্দরমহলের কোনও খবরই খুব বেশিক্ষণ চাপা থাকে না। এবার সামনে এলো কিং খানের পাঁচ অজানা তথ্য...
শাহরুখ খান বরাবরই নম্বর নিয়ে নানা ভাবে খেলে থাকেন। এক কথায় বলতে গেলে তিনি সংখ্যাতত্ত্বে বিশ্বাস করেন। তাই তিনটে পাঁচ দেখা মানেই ভেবে নেওয়া যেতেই পারে তা কিং খানের গাড়ি।
শাহরুখ খান বাথরুমে অনেকটা সময় কাটান। আর তাঁর বাথরুম সিক্রেট হল তিনি সাবান পছন্দ করেন না।
সাহরুখ খানের দিদি শাহেনাজ তাঁর সঙ্গে থাকেন। মাত্র পাঁচ বছরের বড় তিনি শাহরুখ খানের থেকে।
শাহরুখ খানের বাবা মুখে হওয়া ক্যান্সারের কারণে প্রয়াত হয়েছিলেন। ওরাল ক্যান্সারে ভুগছিলেন তিনি দীর্ঘদিন।
শাহরুখ খানে পোশাক খুলে খুব একটা স্বাচ্ছন্দ বোধ করেন না। এই ধরনের দৃশ্যে শ্যুট করতেও তাঁর অসুবিধে হয়।