'উপস মোমেন্টসে' নজর কেড়েছিলেন এই বলি অভিনেত্রীরা, কারা রয়েছেন তালিকায়
| Published : Apr 06 2020, 12:02 PM IST / Updated: Apr 06 2020, 12:04 PM IST
'উপস মোমেন্টসে' নজর কেড়েছিলেন এই বলি অভিনেত্রীরা, কারা রয়েছেন তালিকায়
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
19
পোশাকের থেকে শরীর প্রদর্শনেও মাতোয়ারা গোটা বলিউড। রেড কার্পেট থেকে স্টেজ শো একাধিকবার পোশাকের কারণে ট্রোলের মুখ পড়েছেন বলি অভিনত্রীরা। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। নিজের ফ্যাশন স্টেটমেন্টের জন্য তার জনপ্রিয়তাও তুঙ্গে। সাদা রঙের এই শাড়িটি পরে রাভানের একটি মিউজিক লঞ্চের অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেত্রী। আর সেখানেই ব্লাউজের ফাঁক দিয়ে তার বক্ষযুগল দেখা যায়। যা প্রকাশ্যে আসা মাত্রই ট্রোলের শিকার হয়েছিলেন।
29
গোলাপি রঙের এই শর্ট ড্রেস পরে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। আর সেখানে হাঁটতে গিয়েই তার অন্তর্বাস বেরিয়ে আসে সকলের সামনে। তা প্রকাশ্যে আসতেই ছবির পর ছবি উঠতেই থাকে। এবং ক্যাটরিনা নিজেই তা বুঝতে পেরেছিলেন।
39
সোনম কাপুরও চন্দনের পার্টির সংগীত লঞ্চে গিয়েছিলেন। কালো পোশাকের উন্মুক্ত ক্লিভেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। কিন্তু তার সোই সাহসী পোশাকের এমন অনেক ছবিই ভুলবশতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল।
49
বলিউডের বেবো, করিনা কাপুর খান তার ফ্যাশনের জন্য বলিউডে আইকন হিসেবে জনপ্রিয়। একটি অনুষ্ঠানে গিয়ে একটি বড় সমস্যার মুখে পড়েছিলেন তিনিও। তার ব্লাউজই অভিনেত্রীকে ট্রোলের মুখে ফেলেছিল। কারণ ব্লাউজের মধ্যে থাকা সেফটিপিন সকলের নজরে পড়ে গিয়েছিল।
59
একটি ফ্যাশন শো-তে গিয়ে ট্রোলের শিকার হয়েছিলেন বি-টাউনের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। পালকের তৈরি পোশাকে সামনে দিকটা ঠিক থাকলেও কঙ্গনা পিছনের দিকটা এতটাই ছোট ছিল যে তার নিতম্বও প্রকাশ্যে এসেছিল।
69
ছোট পোশাকে পরে অনেক অভিনেত্রীরাই জনসমক্ষে অস্বস্তিতে পড়েছেন। সেই তালিকায় রয়েছেন সুস্মিতা সেনও। পায়ের ফাঁকা দিয়ে অন্তবার্স দেখা যাওয়ায় ট্রোলের মুখে পড়েছিলেন অভিনেত্রী।
79
সালটা ২০১৪। একটি ফ্যাশন উইকে কালো রঙের গাউন পরে অস্বস্তিতে পরেছিলেন নার্গিস ফকরি। উপর থেকে পা পর্যন্ত পুরোটাই চেরা ছিল।আর তা বেশি উপরে উঠতেই সমস্যা বেড়েছিল।
89
আলিয়া ভাট। বি-টাউনে শিরোনামের তুঙ্গে। হাম্পটি শর্মা কি দুলহানিয়ার প্রমোশনের সময় বরুণ ধাওয়ান আলিয়াকে কোলে নিয়ে শক্ত করে ধরেছিলেন। আর সেই সময়েই আলিয়ার অভ্যন্তরীণ পোশাক স্পষ্ট ফুটে উঠেছিল।
99
পরিণীতি চোপড়াও রয়েছেন সেই তালিকায়। অনুষ্ঠানে একটি সাদা রঙের স্কার্ট পড়ে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে একবার নয়, একাধিকবার স্কার্ট টিকে অ্যাডজাস করতে হয়েছিল অভিনেত্রীকে।