শাশ্বত নয়, 'বব বিশ্বাস'র চরিত্রে জুনিয়র বচ্চন, বেজায় চটল বাঙালি দর্শক
'নমস্কার! আমি বব বিশ্বাস। এক মিনিট. . .' এর পরই সব শেষে। নিপাট ভদ্রলোক যাকে বলে তেমনই দেখতে বব বিশ্বাসকে। প্রথম দেখাতে কেউ দুঃস্বপ্নেও চিন্তা করবে না যে সে চুরি করতে পারে, মানুষ খুন তো দূরের বিষয়। তবে এই শান্ত স্বভাব নিয়ে একের পর এক খুন করে গিয়েছে ঠান্ডা মাথায়। ইংরেজিতে এই ধরণের মানুষের ব্যবহারকে বলা হয় ক্রিপি। ক্রিপিই বটে। বব বিশ্বাসের আসল রূপ দেখলেই কেমন যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। গুন্ডাদের মত চেহারা নয় অথচ তাদের চেয়ে চুপচাপ সাংঘাতির অপরাধ করে বেরিয়ে আসার ক্ষমতা রাখে সে।

এমনই চরিত্র সিনেপর্দায় ফুটিয়ে তুলেছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁকেও এমন চরিত্রে দেখে প্রথমে বিশ্বাসই করতে পারেনি দর্শকমহল।
বিশেষত বাঙালি দর্শকদের কাছে এ যেন এক অন্য শাশ্বত। সাধারণ চরিত্রকেও অসাধারণ করার ক্ষমতা রাখেন তিনি।
তবে তাই বলে বব বিশ্বাসের মত ভয়ানক চরিত্র, এভাবে ক্যামেরার সামনে তুলে ধরবেন, তা কেউ কখনও আশা করেনি।
চোখে সেই বব বিশ্বাসের ছবি ছেপে যাওয়ার পর অন্য কাউকে সেই চরিত্রে মেনে নেওয়া অসম্ভব।
তবে এই অসম্ভবে রিস্কি পদক্ষেপ নিয়ে বসলেন অভিষেক বচ্চন। তিনি আসছেন বব বিশ্বাসের চরিত্রে।
পরিচালক সুজয় দিয়া অন্নপূর্ণা ঘোষ, প্রযোজক গৌরি খান, সুজয় ঘোষ এবং গৌরব ভর্মার ছবি 'বব বিশ্বাস'।
সেখানেই অভিষেক বচ্চনকে দেখা যাবে এই কাল্ট চরিত্রে। যা দেখে সাংঘাতিক চটেছে বাঙালি দর্শক। শাশ্বতকে ছেড়ে কেন অভিষেক। এই হল তাদের প্রতিবাদের কারণ।
সম্প্রতি ছবির শ্যুটিং শুরু হতেই কলকাতায় দেখা গিয়েছে তাঁকে। ছবিতে ভাইরাল হয়েছেন চিত্রাঙ্গদা সিংও। বব বিশ্বাসের মতই মেকআপ নিয়েই হাজির হয়েছেন তিনি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।