- Home
- Entertainment
- Bollywood
- অনস্ক্রিন সঙ্গম থেকে ঠোঁটঠাসা চুমুতে নারাজ 'Sexiest' ঐশ্বর্য, কারণ জানিয়ে সটান জবাব অভিষেকের
অনস্ক্রিন সঙ্গম থেকে ঠোঁটঠাসা চুমুতে নারাজ 'Sexiest' ঐশ্বর্য, কারণ জানিয়ে সটান জবাব অভিষেকের
- FB
- TW
- Linkdin
দেখতে দেখতে ১৩ বছরের দাম্পত্য জীবনও পার করে ফেললেন ঐশ্বর্য। অভিষেক বচ্চনের সঙ্গে ২০০৭ সালের ২০ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েছিলেন ঐশ্বর্য।
প্রেম থেকে বিবাহ, দাম্পত্য, সবেতেই যেন চর্চায় রয়েছেন বচ্চন পরিবার। বিবাহবার্ষিকীতে পুরোনো গসিপে ফের লাইমলাইটে এই জুটি।
রিল থেকে রিয়েল তারকাদের পুরোটাই যেন গসিপে মোড়া। সেই তালিকায় নিঃসন্দেহে রয়েছে বলিউডের বচ্চন পরিবার। অভিনয় থেকে রিলেশন সবসময়েই লাইমলাইটের শীর্ষে বচ্চন পরিবার। তাদের ব্যক্তিগত জীবন জানার জন্যও মুখিয়ে রয়েছে ভক্তরা।
বচ্চন পরিবার মানেই গ্ল্যামারের ঝলকানি। আর সেই ঝলকানিতে খানিকটা ফিকে হয়ে পড়ছেন অভিষেক বচ্চন। বির্তক, সমালোচনা কোনভাবেই যেন তার পিছু ছাড়ে না।
অমিতাভ বচ্চনের ছেলে হওয়ার কারণেও একাধিকবার ট্রোলের মুখে পড়তে হয়েছে জুনিয়র বচ্চনকে। তবে শুধু বাবা নয়, স্ত্রী ঐশ্বর্যকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় বহুবার কটাক্ষের শিকার হয়েছেন অভিষেক।
২০০৯ সালে জনপ্রিয় ওপেরা উইনফ্রে-র টক শো-তে দ্বিতীয়বার উপস্থিত হয়েছিলেন ঐশ্বর্য। এবং স্বামী অভিষেকও উপস্থিত ছিলেন।
ওপেরার শো-তে একাধিক প্রশ্নবাণে বিদ্ধ হয়েছিলেন এই জুটি। তবে সেক্স থেকে চুম্বন নিয়ে মার্কিন সঞ্চালিকার প্রশ্নের সপাট জবাব দিয়ে নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছিলেন অভিষেক-ঐশ্বর্য।
ওপেরা ঐশ্বর্যকে যখন প্রশ্ন করেছিল, তুমি পর্দায় কখনও চুমু খাওনি কেন, এই প্রশ্নের সটান জবাবে ঐশ্বর্য অভিষেককে বলেছিলেন গো অন বেবি। ব্যস সকলের সামনেই স্ত্রীর গালে চুমু খান অভিষেক।
পশ্চিমী দুনিয়ার মানুষজন ভারতীয়দের সম্পর্কে বহু ভুল ধারণা মনে ধরে রেখেছেন, তা চোখে আঙুল দিয়ে ভুল প্রমাণ করে দেখিয়েছিলেন ঐশ্বর্য। বিয়ের আগে সেক্স, অ্যারেঞ্জ ম্যারেঞ্জ, ইংরাজি উচ্চারণ থেকে গায়ের রং-ভারতীয় মেয়েদের নিয়ে নানা প্রশ্নের সপাট জবাব দেন ঐশ্বর্য রাই বচ্চন।
ওপেরার শো-তে ঐশ্বর্যকে আরও প্রশ্ন করা হয়েছিল জনসমক্ষে চুমু খাওয়া কী ভারতে খারাপ চোখে দেখা হয়? এর উত্তরে নায়িকা বলেন, এই দৃশ্যের সঙ্গে আমরা অভ্যস্ত নই। রাস্তা-ঘাটে যেখানে সেখানে এটাকে ভাল চোখে দেখা হয় না।
৩০ বছর বয়সী ঐশ্বর্য জানিয়েছিলেন, তিনি বাবা-মায়ের সঙ্গেই থাকেন এবং তাতেই তিনি গর্বিত। অন্যদিকে অপেরা বলেন, এখানে তো ৩০ বছরের ছেলেমেয়েকে বাবা-মায়েরা বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
বর্তমানে বিয়ের চার বছরের মাথায় ২০১১ সালে মেয়ের জন্ম দেন ঐশ্বর্য, মেয়ের নাম আরাধ্যা। মেয়েকে নিয়ে সুখী গৃহকোণ ঐশ্বর্য-অভিষেকের।
দীর্ঘ ১১ বছর পর একসঙ্গে অভিনয় করতে চলেছেন জুনিয়র বচ্চন ও রাই সুন্দরী। আরাধ্যার জন্মের পর রূপোলি পর্দা থেকে দূরে সরে গেলেও ফের কাজে ফিরেছেন ঐশ্বর্য। আপতত মনিরত্নমের পুণ্যিয়ানি সেলভান-এর শুটিংয়ে ব্যস্ত ঐশ্বর্য। অন্যদিকে বিগ বুল ছবিতে দেখা গেছে অভিষেক বচ্চনকে।