বিচ্ছেদের আগের রাতে কী ঘটেছিল মালাইকার সঙ্গে, জানলে অবাক হবেন
বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা খান আপাতত নিজের ফ্ল্যাটে সময় কাটাচ্ছেন ইতিমধ্যেই সমস্ত শ্যুটিং বাতিল করে দিয়েছেন অভিনেত্রী। ছেলের সঙ্গে সময় কাটছে বলিউডের ছাইয়া ছাইয়া গার্লের। সম্প্রতি নিজের বিবাহ-বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মালাইকা। সালটা ২০১৬। বলি অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয় মালাইকার। দীর্ঘদিনের সম্পর্ক ছেড়ে সংসার ভেঙে ছেলেকে নিয়ে বেরিয়ে আসাটা অতটাও সহজ ছিল না অভিনেত্রীর। কীভাবে সেই রাতটার মোকাবিলা করেছিলেন অভিনেত্রী। নিজেই সেই অভিজ্ঞতা শেয়ার করলেন। জেনে নিন বিশদে।
112

করিনা কাপুরের রেডিও শোয়ে হাজির হয়েছিলেন মালাইকা। আর সেখানেই প্রথম বিবাহ-বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছিলেন।
212
তার জীবনযাপন, আরবাজ খানের সঙ্গে বিবাহ-বিচ্ছেদ কোনটাই যেন মেনে নিতে পারেননি খান পরিবার।
312
পরিবারের সদস্যরা মালাইকা নিজের মতোন করে কাটানো জীবনটা সহ্য করতে পারতেন না। আর দীর্ঘদিনের এই টানাপোড়েনেই বিবাহ-বিচ্ছেদের সিদ্ধান্ত নেন অভিনেত্রী।
412
আরবাজের সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসা মাত্রই এই নিয়ে নানা গুজব প্রকাশ্যেও এসেছিল।
512
বিচ্ছেদের আগের দিনটা পরিবারের সঙ্গে কীভাবে ফেস করেছিলেন মালাইকা তাও জানালেন নিজেই।
612
বিচ্ছেদের আগের রাতে পরিবারের সকলে এক জায়গায় বসে তাকে জিজ্ঞাসা করেছিল তিনি যা করছেন তা ঠিক করছেন তো।
712
কিন্তু তিনি তার সিদ্ধান্তে অনড় ছিলেন। তাই হাজার অসুবিধার মধ্যে ছেলে আরহানকে নিয়ে তিনি আরবাজের সংসার ছাড়তে পেরেছিলেন।
812
মালাইকার নিজের পরিবার ও বন্ধ-বান্ধবদের কাছ থেকে তিনি পূর্ণ সমর্থন পেয়েছিলেন বলেও জানিয়েছিলেন অভিনেত্রী।
912
বিচ্ছেদের আগে বহুবার এই কারণেই তার সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন প্রশ্ন করেছিলেন তার পরিবারের লোকজনেরা। এমনকী অর্জুনকে নিয়েও উঠে এসেছিল একাধিক প্রশ্ন।
1012
যদি তার এই বিচ্ছেদে পূর্ণ সমর্থন ছিল ছেলে আরহানের। মাকে সবসময় হাসি মুখে দেখতে চান আরহান। আর মার মুখে যেন সবসময় হাসি থাকে। তাই মার সিদ্ধান্তে কোনও আপত্তিও ছিল না ছেলের।
1112
বর্তমানে অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইক। কবে সাতপাকে বাঁধা এই খবরে টিনসেল টাউন সরগরম থাকলে তারা সেভাবে এখনও মুখ খোলেন নি।
1212
বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা খানও আপাতত নিজের ফ্ল্যাটে সময় কাটাচ্ছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Latest Videos