দেড় কোটি টাকা অর্থ সাহায্য, রূপান্তরকামীদের পাশে দাঁড়ালেন অক্কি
| Published : Mar 02 2020, 04:32 PM IST
দেড় কোটি টাকা অর্থ সাহায্য, রূপান্তরকামীদের পাশে দাঁড়ালেন অক্কি
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
19
বৃহন্নলাদের পাশে দাঁড়ালেন অক্ষয় কুমার। বাড়ি তৈরির জন্য দিলেন অর্থ।
29
বলিউডে এর আগে এমন পদক্ষেপ কেউ নেননি। ফলে নেটিজেনদের কাছে প্রশংসিত হলেন অক্কি।
39
বর্তমানে লক্ষ্মী বম্ব ছবির কাজ নিয়ে ব্যস্ত অভিনেতা।
49
দক্ষিণী পরিচালক রাঘব লরেন্সের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।
59
পরিচালক রাঘব লরেন্স নিজস্ব একটি এনজিও রয়েছে। সেখানেই রূপান্তরকামীদের জন্য একটা বাড়ি তৈরি করবেন তিনি।
69
রাঘব লরেন্সের ইচ্ছার কথা জানতে পেরে নিজেই এগিয়ে গেলেন অক্কি।
79
দেড় কোটি টাকা সাহায্য করলেন সেই খাতে। রূপান্তরকামীদের পাশে দাঁড়ালেন তিনি।
89
মুহূর্তে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল এই খবর। প্রশংসিত হলেন অক্কি।
99
এরই মাঝে মুক্তি পেল সূর্যবংশী ছবির ট্রেলার। একের পর এক খবরের জেরে শিরোনামে অক্ষয়।