বিকিনিতে হট অনন্যার বোন, ছবি পোস্ট করতেই পেলেন ধর্যণের হুমকি
- FB
- TW
- Linkdin
অলন্যা পান্ডে বলিউড সফরে সামিল না হলেও তাঁর হট লুকে এক কথায় মুগ্ধ নেট দুনিয়া। তাঁর সোশ্যাল মিডিয়ায় ভক্তের সংখ্যা লক্ষাধিক।
পার্ফেক্ট ফিগার থেকে শুরু করে বিকিনিতে ঝর তোলা পোজ, হু হু করে তা ছড়িয়ে পড়ে ভক্তদের হাতে হাতে। তবে সম্প্রতি ট্রোলের শিকার হতে হয় অলন্যাকে।
একাধিক বিকিনি লুকে ছবি পোস্ট করে থাকেন তিনি। তারই একটি দেখে সম্প্রতি তিনি পেলেন ধর্ষণের হুমকি।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বিস্তারিত জানালেন তিনি। এক মহিলা তাঁর উদ্দেশ্যে এমন উক্তি করাও হতবাক অলন্যা।
শুধু অলন্যাকেই নয়, সঙ্গে সেই পোস্টটি ট্যাগ করেছেন সেই মহিলা অলন্যার বাবা-মাকেও। যাতে তাঁরাও সেই পোস্ট দেখতকে পারেন।
অলন্যা লেথেন, একজন মা, কী করে অন্যের সন্তানের প্রতি এমনটা চাইতে পারেন তাঁর জানা নেই। এই কমেন্ট দেখা মাত্রই তিনি ব্লক করে দিয়েছেন সেই মহিলাকে।
বরাবরই নেট দুনিয়ায় খোলামেলা পোশাকে ছবি দিয়ে থাকেন অনন্যা পান্ডের বোন। লকডাউনের আগে ক্যালিফোর্নিয়াতে ঘুরতে গিয়েছিলেন তিনি।
প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। ভ্যালেন্টাই ডে-তে শুভেচ্ছা জানালেন সামনে এনেছিলেন সম্পর্কের কথা।