- Home
- Entertainment
- Bollywood
- 'আমার মেজাজ খারাপ করো না', এই বার্তা দিয়েই কি সকলকে এড়িয়ে গেলেন আলিয়া-রণবীর
'আমার মেজাজ খারাপ করো না', এই বার্তা দিয়েই কি সকলকে এড়িয়ে গেলেন আলিয়া-রণবীর
বলিউডের হাশ হাশ জুটি। অর্থাৎ যাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে এক ফোটাও মুখ খোলেন না কারও সামনে। অন্দরমহলেই সীমিত তাঁদের সম্পর্ক। সেই তালিকায় পড়ে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের নাম। তাঁরা একে অপরের সঙ্গে প্রায় দু'বছর ধরে সম্পর্কে আবদ্ধ। অয়ন মুখোপাধ্যায় পরিচালনায় আসতে চলেছে সুপারহিরো ফ্যান্টাসি ড্রামা ব্রহ্মাস্র। বহুদিন আগে থেকেই শুরু হয় ছবির শ্যুটিং। সেখান থেকেই তাঁদের প্রেমালাপ শুরু।

সেই ছবির শ্যুটিংয়ের জন্যই এবার গোয়ায় রওনা হলেন লাভবার্ডস। গত এক বছর ধরে একই সঙ্গে পাব্লিক অ্যাপিয়ারেন্স দিচ্ছেন তাঁরা।
তবে সম্পর্ক নিয়ে এখনও মুখ খুলতে নারাজ। সাংবাদিকরা যতই প্রশ্ন করুক না কেন, আলিয়া এবং রণবীর একেবারে মুখে কূলুপ এঁটেছেন।
মুম্বই বিমানবন্দরে তাঁদের দেখা ফাঙ্কি পোশাকে। যদিও রণবীর সাধারণ চেকড শার্ট এবং হাফ হাতা জ্যাকেট পরেছিলেন।
তবে নজর গিয়েছে আলিয়ার পোশাকে। সবুজ রঙের ট্রাউজার্স পরেছিলেন আলিয়া। সঙ্গে মানানসই জ্যাকেট।
জ্যাকেটে লেখা, "ডোন্ট কিল মাই ভাইব", যার অর্থ আসলে, "আমার মুড খারাপ করো না।"
পাপারাৎজির সামনেই রোদচশমা চোখে লাগিয়ে সোজা ঢুকে গেলেন বিমানবন্দরের সামনে।
রণবীর এবং আলিয়া যে বি-টাউনের স্টাইলিশ জুটিদের মধ্যে অন্যতম তা আর বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত, জানা যাচ্ছে, আগামী বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। ঋষি কাপুরের প্রয়াণের কারণেই বন্ধ হয়ে গিয়েছিল বিয়ের প্রস্তুতি। তবে আর দেরি নয়, নতুন বছরেই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন আলিয়া-রণবীর।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।