- Home
- Entertainment
- Bollywood
- প্রেম থেকে সঙ্গম, একাধিক নায়িকার জীবন জুড়ে হবু জামাই, রণবীরকে নিয়ে কী ধারনা আলিয়ার মায়ের
প্রেম থেকে সঙ্গম, একাধিক নায়িকার জীবন জুড়ে হবু জামাই, রণবীরকে নিয়ে কী ধারনা আলিয়ার মায়ের
- FB
- TW
- Linkdin
একাধিক সম্পর্কের পর অবশেষে রণবীর কাপুর আলিয়াতে এসে থেমেছেন। শেষ দুই-আড়াই বছরে এই সম্পর্কে কোনও আঁচ আসেনি।
রণবীর কাপুরকে নিয়ে একাধিক মত সর্বত্র ছড়িয়ে। কেউ বলে প্লেবয়, কেউ আবার বলে ওম্যানস ম্যান।
দূরের কারুর নয়। খোদ আলিয়ার বাবা মহেশ ভাটই একবার লপ্রকাশ্যে জানিয়েছিলেন রণবীরকে নিয়ে এমন কথা।
তবে আলিয়ার মায়ের চোখে কেমন হবু জামাই! তাঁর অতীতের একাধিক সম্পর্ক ছিল, তা নিয়েই বা কীভাবেন তিনি!
প্রশ্ন করাতেই সাফ উত্তর দিয়েছিলেন সোনি রাজধান, তাঁর মেয়ের খুশিতেই তিনি খুশি। এক কথায় বলতে গেলে আলিয়ার সিদ্ধান্তই শেষ কথা।
রণবীর আলিয়া ভালো আছেন। একটা মা হিসেবে এই নিয়ে প্রকাশ্যে কথা বলা শোভা পায় না। তিনি তা পছন্দও করেন না।
আলিয়া ভালো আছে এটাই সব থেকে মা হিয়েবে বড় পাওয়া। প্রথম থেকেই আলিয়ার নজরে ছিলেন রণবীর।
বিটাউনে পা রাখা মাত্রই আলিয়া খোলসা করেছিলেন, যে তিনি রণবীর কাপুরকে পছন্দ করেন। ভবিষ্যতে তেমনটাই হয়।
যদিও আলিয়া প্রথমে ডেটিং এ মেতেছিলেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। সেই প্রেম খুব বেশিদিন দানা বাঁধেনি।