লকডাউনে ঘরবন্দি অ্যামি জ্যাকসন, ওয়ার্কআউটের সঙ্গী ছেলে অ্যানড্রিয়াস
| Published : Mar 28 2020, 03:54 PM IST
লকডাউনে ঘরবন্দি অ্যামি জ্যাকসন, ওয়ার্কআউটের সঙ্গী ছেলে অ্যানড্রিয়াস
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
মা হওয়ার পর একের পর এক ফটোশ্যুটে ভাইরাল হয়েছেন অভিনেত্রী অ্যামি জ্যাকসন।
210
সম্প্রতি প্রকাশ্যে এসেছে অ্যামি জ্যাকসনের কোয়ারেন্টাইনের ছবি।
310
লকডাউনের মধ্যে ছোট্ট ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী।
410
বাড়িতে থাকাকালীন ওয়ার্কআউট বন্ধ করেননি অভিনেত্রী।
510
সময় পেলেই শরীরচর্চাতে মন দিয়েছেন অভিনেত্রী।
610
ফিটনেস ফ্রিক অ্যামির লকডাউনের মূলমন্ত্রই হল ওয়ার্ক আউট।
710
তবে তিনি একা নন, তার ওয়ার্কআউটের সঙ্গীও ছোট্ট খুদে।
810
ছেলে অ্যানড্রিয়াসকে সঙ্গে নিয়ে ফটোশ্যুটে মেতেছেন অভিনেত্রী।
910
সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি পোস্ট করে অ্যামি লিখেছেন, ছেলেই তার এগিয়ে যাওয়ার প্রেরণা।
1010
সদ্যজাত সন্তান অ্যানড্রিয়াসের সঙ্গে পুরো মাতৃত্বের স্বাদ অনুভব করছেন অভিনেত্রী অ্যামি জ্যাকসন।