অফিসের টেবিলে মিলিন্দের সেক্স সিন, কী বললেন অঙ্কিতা
- FB
- TW
- Linkdin
লকডাউনের মাঝে সম্প্রতি এক সাক্ষাতকারে বেরিয়ে এল অঙ্কিতার প্রতিক্রিয়া। মিলিন্দের সঙ্গমের দৃশ্য, স্টিমি রসায়ন কীভাবে মেনে নিয়েছিলেন অঙ্কিতা।
মিলিন্দ জানালেন, অঙ্কিতার এই নিয়ে কোনও সমস্যাই নেই, বরং ও সাধারণ রিয়্যাকশনই দিয়েছে।
অঙ্কিতা নাকি সঙ্গমের দৃশ্যগুলি নিয়ে বেশ উৎসাহিত থাকতেন। কোনও জেলাসিই কাজ করত না তার মধ্যে। ফোর মোর শটসের প্রথম সিজনের স্ক্রিপ্ট মিলিন্দ, অঙ্কিতার সঙ্গেই বসে পরছিলেন।
চিত্রনাট্যে যেখানে লেখা ছিল, মিলিন্দ অন্তর্বাসে টেবিলের দিকে এগিয়ে আসছেন, তা পরে বেশ উৎসাহিত হয়ে উঠেছিলেন অঙ্কিতা।
তবে এই ধরণের দৃশ্য কোনও ফিল্ম বা ওয়েব সিরিজে থাকলে মিলিন্দ আগে অঙ্কিতার সঙ্গে পরামর্শ করে নেন।
তিনি নাকি আগে কখনই কোনও বিষয় নিজের মা কেও কিছু বলেননি। তবে বিয়ের পর অনেকটাই বদলে গিয়েছেন মিলিন্দ।
দৃশ্যটি নিয়ে দর্শকদের মধ্যে শোরগোল পড়ার কারণ হল এখনও পর্যন্ত হলিউডের মত অ্যাক্সেপটেন্স ভারতীয় বিনোদন জগতে আসেনি।
চারটি মেয়ের বিভিন্ন রকমের সেক্সের দৃশ্যের মধ্যে মিলিন্দ এবং সায়নীরটা খানিক আলাদা ছিল।
অফিসের কনফারেন্স রুমেই শ্যুট করা হয়েছে তাঁদের সঙ্গমের দৃশ্য, যা বেশ কিছু দর্শকের কাছে অকওয়ার্ড।
অফিসের কয়েকজন লোক টেবিলের চারিধারে বসে, সেখানেই হঠাৎই শুরু হয় সেই সেক্স সিন। অস্বাভাবিক ঠিকই কিন্তু কিছুটা ড্রিম সিক্যুয়েন্সের মত শ্যুট করা হয়েছে দৃশ্যটি।