- Home
- Entertainment
- Bollywood
- জামিন মিললেও রেহাই নেই, সুশান্তের অ্যাকাউন্ট থেকে ৫৫ লাখ টাকা ট্রান্সফার, আবারও নজরে রিয়া
জামিন মিললেও রেহাই নেই, সুশান্তের অ্যাকাউন্ট থেকে ৫৫ লাখ টাকা ট্রান্সফার, আবারও নজরে রিয়া
- FB
- TW
- Linkdin
সুশান্ত সিং রাজপুতের তদন্তে নেমে নয়া মোড় নিয়েছিল রিয়া চক্রবর্তীর লাইফ। উঠে এসেছিল মাদকচক্রের যোগ।
তার জেরেই গ্রেফতার রিয়া চক্রবর্তী। একাধিক কারণ দেখিয়ে মোটের ওপর একবার জেলে থাকার পর একাধিক শর্তে মেলে জামিন।
বাড়ি ফিরতে না ফিরতেই আবারও বিপাকে রিয়া চক্রবর্তী। মনাদক নয়, এবার উঠে এলো সুশান্ত প্রসঙ্গ।
রিয়া চক্রবর্তীর অ্যাকাউন্টে ব্যাঙ্ক ট্রান্সার হয়েছে সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। গত পাঁচ বছরে সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছিল মোট ৭০ কোটি।
যার মধ্যে রিয়ার অ্যাকাউন্টে ঢুকেছে ৫৫ লাখ। সুশান্তের এই টাকার বিনিময়ে রিয়া চক্রবর্তী শপিং থেকে শুরু করে করে স্পা, ভ্রমণ খাতে ব্যায় করেছেন।
বর্তমানে সেই টাকার অঙ্কই খতিয়ে দেখতে সিবিআই-সহ ইডি। কোন খাতে কাকে কতটাকা দিয়েছিলেন সুশান্ত তা আরও একবার ছকে নেওয়ার পালা।
তাই বাড়ি ফিরেও স্বস্তি পেলেন না রিয়া। যেদিন মর্জি তাঁকে ডেকে নিতে পারে ইডি বা সিবিআই। তাই প্রতিদিন থানায় হাজিরা দেওয়ার কথা তাঁকে বলা আছে।
পাশাপাশি এক লক্ষ্যটাকা জরিমানাও হয়েছে রিয়া চক্রবর্তীর। সব মিলিয়ে এখনই নিশ্চিন্ত হওয়া নয়, তদন্তে এখনও একাধিক দিক বাকি রয়েছে। যার জেরে আবারও বাড়ি ছেড়ে বেরতে হতে পারে রিয়াকে।