- Home
- Entertainment
- Bollywood
- ক্রমশ সঙ্কটজনক সঞ্জয়ের অবস্থা, শারীরিক অবনতি নিয়ে মুখ খুললেন মুন্নাভাইয়ের কাছের বন্ধু
ক্রমশ সঙ্কটজনক সঞ্জয়ের অবস্থা, শারীরিক অবনতি নিয়ে মুখ খুললেন মুন্নাভাইয়ের কাছের বন্ধু
- FB
- TW
- Linkdin
৬১ বছর বয়সী বলি অভিনেতা সঞ্জয় দত্ত স্টেজ ফোর ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। তার অসুস্থতার খবরে সকলেই চিন্তিত। সকল ভক্তরাই তার দ্রুত সুস্থতার কামনা করেছেন।
সম্প্রতি অভিনেতার শারীরিক পরিস্থিতি ক্রমশ খারাপ হতে চলেছে বলেই গুঞ্জনে শোনা যাচ্ছে। সত্যিই কি আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন সঞ্জয় দত্ত। এই প্রশ্নই উঠছে।
সম্প্রতি সঞ্জয় দত্তের শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন অভিনেতা প্রযোজর বন্ধু রাহুল মিত্র।
রাহুল জানিয়েছেন, এই ধরনের কোনও গুজব অযথা ছড়াবেন না। ইতিমধ্যেই সঞ্জয়ের প্রাথমিক চিকিৎসা শুরু হয়ে গেছে। উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন তারই প্রার্থনা করুন।
লাং ক্যান্সারে চিকিৎসার জন্য আমেরিকায় স্লোয়ান কেটেরিং ক্যান্সার হাসপাতালে যাওয়ার কথা ছিল সঞ্জয় দত্তের। কারণ তার মা নার্গিসেরও সেইখানেই চিকিৎসা হয়েছিল। সঞ্জয় দত্তের মা নার্গিস প্যানক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
চিকিৎসার জন্য মার্কিন মুলুকে উড়ে যাওয়ারও পরিকল্পনা করেছিলেন অভিনেতা ও তার পরিবার। কিন্তু সমস্যা দানা বেধেছিল ভিসা নিয়ে।
মুম্বই বিস্ফোরণের অভিশাপ আজও পিছু ছাড়েনি সঞ্জয়ের। সালটা ১৯৯৩। মুম্বই বিস্ফোরণের জেরে গ্রেফতার হয়েছিলেন সঞ্জয় দত্ত। বেআইনি অস্ত্র মজুত রাখার জন্য গ্রেফতার হতে হয়েছিল সঞ্জয়কে।
যদিও গ্রেফতারির পরে জামিনে মুক্তিও পেয়েছিলেন সঞ্জয়। দীর্ঘ এতবছর কেটে গেলেও এই অভিশাপ এখনও তাড়িয়ে বেরাচ্ছে সঞ্জয়কে। সম্প্রতি সূত্র থেকে শোনা যাচ্ছে, ভারতীয় আইনে তিনি রেহাই পেলেও মার্কিন আইনের গেরোয় তিনি নাকি ভিসা পাচ্ছেন না।
তবে সূত্র থেকে জানা গেছে কোনও ঘনিষ্ঠ বন্ধুর সোর্সেই তিনি নাকি বিদেশ যাওয়ার ৫ বছরের মেডিকেল ভিসা পেয়েছেন। শোনা যাচ্ছে শীঘ্রই মান্যতা ও বোন প্রিয়াকে নিয়ে আমেরিকায় যাবেন অভিনেতা।
তবে সূত্র থেকে জানা গেছে কোনও ঘনিষ্ঠ বন্ধুর সোর্সেই তিনি নাকি বিদেশ যাওয়ার মেডিকেল ভিসা পেয়েছেন। শোনা যাচ্ছে শীঘ্রই মান্যতা ও বোন প্রিয়াকে নিয়ে আমেরিকায় যাবেন অভিনেতা।