- Home
- Entertainment
- Bollywood
- এই কারণেই কী সইফের গলায় মালা দিয়েছিলেন করিনা, কত কোটির মালিক বেবো বিয়ের পড়ে
এই কারণেই কী সইফের গলায় মালা দিয়েছিলেন করিনা, কত কোটির মালিক বেবো বিয়ের পড়ে
- FB
- TW
- Linkdin
এ বলে আমায় দেখ তো অপরজন বলে আমায়। সম্পত্তির পরিমাণ নিয়ে যদি চুল চেরা বিচার করা হয়, তবে এই জুটি বলিউডের অন্যতম ধনী জুটি।
কেবল নিজের পরিশ্রমের টাকাই নয়, পাশাপাশি পরিবারের সূত্রেও বিপুল পরিমাণ সম্পত্তির মালিক এই দুই।
করিনা কাপুরের সম্পত্তির পরিমাণ ৪৫০ কোটি টাকা। নিজের ভাগের এই পরিমাণ অর্থে বিভিন্ন জায়গায় নানা সম্পত্তি কেনা আছে তাঁর।
রয়েছে বেশ কয়েকটি বাড়ি, ও সুইজারল্যান্ডে রয়েছে এই জুটির ৩৩ কোটি টাকার একটা বাংলো।
করিনা কাপুর বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত। মোটের ওপর ১৫ টি ব্র্যান্ড কাজ করছেন করিনার সঙ্গে।
যা থেকে এক বিপুল পরিমাণ আয় হয় করিনা কাপুরের। এরপর একটি ছবি করতে তিনি নিয়ে থাকেন ১০ কোটি টাকা।
অন্য দিকে সইফ আলি খানের সম্পত্তির পরিমাণ ৭৫০ কোটি টাকা। যদিও সইফ এখন ঢেলে ছবি করছেন।
ওটিটি থেকে শুরু করে বড় পর্দা, কোনও প্রস্তাবই হাতছাড়া করতে নারাজ তিনি।
যার ফলে এই দুইয়ের সম্পত্তির পরিমাণ মিলে দাঁড়ায় ১২০০ কোটি টাকা। যা এক কথায় বেশ ভালো পরিমাণের অর্থ।
বলিউডের বাঘা বাঘা তারকা জুটিরও আয়ের তালিকাতে দেখা যায় না এই পরিমাণ অর্থ।