- Home
- Entertainment
- Bollywood
- AIIMS-এর তৈরি ভিসেরা রির্পোর্টে চাঞ্চল্য তথ্য, এবার খুনের ধারা যোগ হচ্ছে সুশান্ত মৃত্যু তদন্তে
AIIMS-এর তৈরি ভিসেরা রির্পোর্টে চাঞ্চল্য তথ্য, এবার খুনের ধারা যোগ হচ্ছে সুশান্ত মৃত্যু তদন্তে
এক কথায় বলতে গেলে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে এ যেন এক বড় মোড়। এত দিনের লড়াই, প্রার্থনা এবার যেন রূপ পাচ্ছে। আগামী কয়েকদিন খুব গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়ায় টুইট করে বিস্ফোরক খবর সামনে আনলেন সুশান্তের দিদি। সিবিআই এবার খুনের ধারা ৩০২ যোগ করছেন সুশান্ত মামলায়।

সুশান্ত সিং রাজপুতের তদন্তে নয়া মোড়। এবার সামনে এল খুনের সম্ভাবনা। প্রথম থেকেই এই দাবি তুলেছিলেন পরিবারের সকলেই।
এবার ভিসেরা রিপোর্ট সামনে আসার পরই নয়া তথ্য সামনে এল। সম্প্রতি সিবিআইকে ভিসেরা রিপোর্ট তৈরি করে দিয়েছে এইমস।
তা দেখা মাত্রই সিবিআই সুশান্তের মৃত্যু কেসে যুক্ত করতে চলেছেন ৩০২ ধারা। অর্থাৎ খুন করা হয়েছে সুশান্তকে, এমনই সম্ভাবনার কথা উল্লেখ করেছে সিবিআই।
ভিসেরা রিপোর্ট তৈরি করতে গিয়ে এইমসের নজরে আসে সুশান্তের গলার দাগ। যা দেখা মাত্রই তাঁদের ধারনা হয় তা খুনের কারণের হতে পারে।
পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ নেই সুশান্তের মৃত্যুর সময়ের। ফলে তাঁরা অনুমান করছেন যে এই রিপোর্ট বিকৃত করা হয়েছে।
এমনই একাধিক তথ্য তুলে ধরেছে এইমস, যার জেরে খুনের প্রসঙ্গ উঠছে, এবং সিবিআই সেই ধারাই এবার যুক্ত করতে চলেছেন কেসে।
শুক্রবার সকালে সুশান্তের দিদি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনেন সুশান্তের কেসে ৩০২ যুক্ত হওয়ার খবর।
এরপরই তোলপাড় হতে থাকে গোটা নেট-পাড়া। পথে নেমে বিচারের জন্য ভক্তরা ভিড় জমাতে থাকেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।