- Home
- Entertainment
- Bollywood
- ঘুম থেকে উঠেই বিছানা ছাড়ার আগে এই কাজটি করেন দীপিকা, ফাঁস 'Living Secret'
ঘুম থেকে উঠেই বিছানা ছাড়ার আগে এই কাজটি করেন দীপিকা, ফাঁস 'Living Secret'
- FB
- TW
- Linkdin
বলি ডিভা দীপিকা পাড়ুকোন সর্বদাই নেটিজেনদের নজরে রয়েছেন। সম্প্রতি 'আস্ক মি সেশন' নামে একটি ক্যাম্পেন করেছিলেন দীপিকা, যেখানে ভক্তদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন দীপিকা।
এই শো-তে দীপিকাকে একজন প্রশ্ন করেছিলেন, আপনার পছন্দের খাবার কি? যেটা সে নিজের জন্য রান্না করতে পছন্দ করেন ? অভিনেত্রী উত্তরে জানিয়েছিলেন,যে নিজের জন্য একমাত্র কুকিজ রান্না করতে তিনি বেশি পছন্দ করেন।
দিপ্পি আরও জানিয়েছেন, রান্নার চেয়েও বেকিং তার সবচেয়ে বেশি প্রিয়। কুকিজ বানাতেই তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন।
অন্য এক ভক্ত প্রশ্ন করেছিলেন, যদি সে সকালে ঘুম থেকে ওঠে, তাহলে সবার প্রথমে কী করেন দীপিকা?
দীপিকা প্রশ্নের জবাবে জানিয়েছেন, ঘুম থেকে উঠে নিজের অ্যালার্মটি তিনি সবার প্রথমে সরিয়ে রাখেন।
কয়েকদিন আগেও নিজের প্রিয় খাবারের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন দীপিকা পাড়ুকোন।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কয়েকদিন পরেই ড্রাগ মামলায় নাম জড়িয়েছিল দীপিকা পাড়ুকোনের।
ড্রাগ মামলায় জড়িয়ে এনসিবি-র জিজ্ঞাসাবাদের মুখেও পড়েছিলেন দীপিকা পাড়ুকোন। এমনকী তার ফোনও সিস করা হয়েছিল। একাধিক প্রশ্নের মুখেও পড়েছিলেন অভিনেত্রী।
ওয়ার্কফ্রন্টের কথা বলতে গেলে, কবীর খান পরিচালিত '৮৩'-তে দীপিকা ও রণবীরকে একসঙ্গে দেখা যাবে। ছবিতে কপিল দেবের স্ত্রী রোমি দেবের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে।
বিয়ের ২ বছর পার হলেও তার রোম্যান্স যে আর গাঢ় হয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা। রিল হোক বা রিয়েল সবেতেই উষ্ণ এই জুটির রসায়ন।