- Home
- Entertainment
- Bollywood
- 'বিছানায় অনেক বেশি সময় নেন রণবীর', বেডরুম সিক্রেট থেকে বাথরুমের গোপনীয়তা ফাঁস করেছিলেন দীপিকা
'বিছানায় অনেক বেশি সময় নেন রণবীর', বেডরুম সিক্রেট থেকে বাথরুমের গোপনীয়তা ফাঁস করেছিলেন দীপিকা
- FB
- TW
- Linkdin
বলিউডের অন্যতম পাওয়ার হাউস রণবীর সিং সর্বদাই নেটিজেনদের নজরে থাকেন। সম্প্রতি আবারও তিনি ভাইরাল হয়েছেন।
লকডাউনের মধ্যে সেলেব গসিপ, থেকে পুরোনো ছবি, ভিডিওতে মজেছেন নেটিজেনরা। সেরকমই একটি পুরোনো ভিডিও পেজ থ্রি-র পাতা সরগরম করছে।
একবার একটি ইভেন্টে দীপিকা রণবীরের সম্বন্ধে বেশ কিছু ব্যক্তিগত তথ্য শেয়ার করেছিলেন, যা নিয়ে ফের উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া।
গত বছরেই দীপিকা এবং রণবীর ফেমিনা বিউটি অ্যাওয়ার্ডসে অংশ নিয়েছিল । এবং বর্ষসেরা দম্পতির খেতাবও জিতেছিল।
সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই দীপিকাকে রণবীরের সম্বন্ধে কিছু বলতে বলা হয়েছিল। আর তখনই দীপিকা রণবীরের বেডরুম সিক্রেট শেয়ার করেছিলেন।
এছাড়াও দীপিকা জানিয়েছিলেন, নিজে রেডি হতে অনেকটা সময় ব্যয় করেন। এবং বিছানায় যাওয়ার জন্য আরও বেশি সময় নেন রণবীর।
দীপিকার মুখ থেকে এই কথাটি শোনার পরই অ্যাঙ্কার বিছানার দীর্ঘ সময় ধরহে দীপিকাকে মজা করতে শুরু করেন। যা শুনে সকলেই হাসিতে গড়িয়ে পড়েছিলেন।
যদিও দীপিকা সাফ জানিয়ে দিয়েছিলেন, 'আমি বিছানায় উঠতে আরও বেশি সময় নেন অর্থাৎ ঘুমোতে যাওয়ার আগে অনেকক্ষণ সময়ের কথাই বলেছি'।