- Home
- Entertainment
- Bollywood
- প্রভাসের বিপরীতে দীপিকা, হতে চলেছেন বলিউডের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী
প্রভাসের বিপরীতে দীপিকা, হতে চলেছেন বলিউডের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী
- FB
- TW
- Linkdin
বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়ে এবার দীপিকা দক্ষিণী ছবিতে অভিনয় করে সকলের মন জয় করতে চলেছেন।
প্রভাসের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে দীপিকাকে। তবে এই ছবির প্রস্তাব আসার পরই তা গ্রহণ করেননি দীপিকা।
তিনি কখনই চান না এমন কোনও অভিনেতার বিপরীতে অভিনয় করতে যেখানে তাঁর পরিচিতি চাপা পড়ে যায়।
সিনে জগতে লিঙ্গ বৈষম্য দূর করার পথেই এখন একাধিক অভিনেত্রী পা বাড়িয়েছেন। যাঁদের ছবির পরিচিতি তাঁরা নিজেই।
তবে প্রভাসের ছবি মানেই সেখানে অভিনেতার বিস্তর দাপট বর্তমান। প্রথমটাতে তাই রাজি হননি দীপিকা। কিন্তু পরবর্তীতে তাঁকে রাজি করাতে সক্ষম হয় প্রযোজক সংস্থা।
যদিও এই ছবির মধ্যে দিয়েই ভারতীয় ছবির জগতে ইতিহাস গড়তে চলেছেন দীপিকা। ছবি করতে পারিশ্রমিক বাবদ দীপিকা নিচ্ছেন ২০ কোটি টাকা।
এই পরিমাণ অর্থ এর আগে কোনও অভিনেত্রীকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়নি। যদিও তা প্রভাসের তুলনায় ৩০ কোটি কম।
বর্তমানে দীপিকার হাতে একাধিক ছবি রয়েছে। তারই মাঝে এখন ভক্তদের লক্ষ্যে প্রভাসের সঙ্গে দীপিকার জুটি পর্দায় কতটা ঝড় তোলে।