- Home
- Entertainment
- Bollywood
- দীপিকা নয়, 'হ্যাপি নিউ ইয়ার' ছবির জন্য শাহরুখের বিপরীতে ফারহার পছন্দ ছিল অঙ্কিতাকে
দীপিকা নয়, 'হ্যাপি নিউ ইয়ার' ছবির জন্য শাহরুখের বিপরীতে ফারহার পছন্দ ছিল অঙ্কিতাকে
- FB
- TW
- Linkdin
২০১৪ সালের ছবি 'হ্যাপি নিউ ইয়ার' ছিল সেই সময় অন্যতম হাইয়েস্ট গ্রসিং ছবি। কেবল ভারতেই নয় বিদেশের মাটিতেও বক্স অফিসে কাঁপিয়েছিল পরিচালক ফারহা খানের এই ছবি।
বড় বাজেটের বলিউডের এই ছবিটি ছিল স্টার স্টাডেড। শাহরুখ খান, সোনু সুদ, দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফের মত অভিনেতা অভিনেত্রীরা ছিলেন এই ছবিতে।
রোম্যান্টিক কমেডি জনরাহর এই ছবিতে শাহরুখের নায়িকা হিসাবে ফারহার আদপে পছন্দ ছিল না দীপিকাকে। তিনি চেয়েছিলেন 'পবিত্র রিশতা' খ্যত অঙ্কিতা লোখান্ডেকে।
সেই মত কথাবার্তা এগিয়েও নিয়ে যান তিনি। সইসাবদ হওয়া বাকি ছিল কেবল। ফারহার ছবিতে নিউকামার। ছোটপর্দায় জনপ্রিয়তার তুঙ্গে অঙ্কিতা। শাহরুখের বিপরীতে নতুন নায়িকাকে লঞ্চ করার জন্য তাঁকেই পছন্দ ছিল ফারহার।
হঠাৎই মতবদল পরিচালকের। নিয়ে আসা হল দীপিকা পাডুকোনকে। সিদ্ধান্তে এই বদল ঘটল কেন। সূত্রের খবর, ফারহা খান খোঁজ করে জানতে পারেন, অঙ্কিতার নাকি সাংঘাতিক দাবি দাওয়া।
সেটের মধ্যে মেজাজ গরম করার দুর্নামও রয়েছে তাঁর। অভিনয় নিয়ে কোনও সমস্যা নেই। তবে তাঁর মেজাজকে সামলানোই নাকি যেচে বিপদ ডেকে আনার চেয়ে কম কিছু নয়।
অঙ্কিতাকে বেশ পছন্দ হওয়ার পরও আর নিতে পারলেন না তাঁকে। বোর্ডে আনা হল দীপিকাকে। শাহরুখের বিপরীতে বলিউডে ডেবিউ করার সুযোগ কে হাতছাড়া করে।
একদিন অনুষ্কা শর্মা, দীপিকা পাডুকোন, শিল্পা শেট্টি, সকলের ডেবিউ হয়েছে তাঁরই বিপরীতে অভিনয় করে। এই তালিকায় নাম উঠত অঙ্কিতারও।
যদিও অঙ্কিতার কথায়, তিনি বেশ হতাশই হয়েছিলেন ছবি থেকে বাদ পড়ার পর। তাঁকে নাকি কোনও ব্যাখাও দেওয়া হয়নি এ বিষয়। তাঁর অনুমান, ছোটপর্দায় তিনি কাজ করেন বলেই তাঁকে বাদ পড়তে হয়।
নিজের মেজাজের জন্যই হ্যাপি নিউ ইয়ার ছবির প্রস্তাব হারিয়েছিলেন নাকি এর পিছনে ফেভারিটিজমের কোনও ব্যাখা ছিল তা এখনও রহস্যের মতই রয়ে গিয়েছে আড়ালে।